‘প্রয়োজনে ছুটি থেকে ডেকে এনে হাথুরুকে জিজ্ঞাসা করা হবে’
দক্ষিণ আফ্রিকা সফরে ক্রিকেট দলের পারফরমেন্সে চরম হতাশ নাজমুল হাসান পাপন। শুধু হতাশই নন। আবারো বিসিবির দায়িত্ব নিতে যাওয়া সরকারি দলের এ সাংসদ জাতীয় দলের সামগ্রিক পারফরমেন্স ও ফলে যারপরনাই অসন্তুষ্ট নাজমুল হাসান পাপন।
নতুন করে বোর্ড পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন। রাত পোহালেই সভাপতি পদে পরিচালক পর্ষদে ভোট; কিন্তু এ সময়ও পাপনের চিন্তায় জাতীয় দলের পারফরমেন্স ঘুরপাক খাচ্ছে। ক্রিকেটারদের পারফরমেন্সে অসন্তুষ্ট পাপন কায়মনো বাক্যে চাচ্ছেন ব্যর্থতার প্রকৃত কারণ সমূহ খুঁজে বের করতে। ব্যর্থতার সম্ভাব্য কারণ চিহ্নিত করতে দরকার হলে কোচ চন্দিকা হাথুরুসিংহেকে ছুটি থেকে বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদের কথাও ভাবছেন পাপন।
তার অনুভব ও উপলব্ধি, বাংলাদেশ হারতে পারে। তবে এতটা বাজেভাবে নয়। তাই ব্যর্থতা ও হারের যথাযথ কারন খুঁজে বেড় করতে মুখিয়ে আছেন নাজমুল হাসান। ব্যর্থতার কারণ বের করতে ক্রিকেটারদের পাশাপাশি সব কোচিং স্টাফ ও ম্যানেজারের সাথেও কথা বলার চিন্তা আছে তার।
গতকাল পড়ন্ত বিকেলে বিসিবি পরিচালক পর্ষদের নির্বাচন উপলক্ষে বোর্ডে এসে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে পাপনের কন্ঠে পরিষ্কার হতাশা, ‘ওভার অল পারফরম্যান্স ছিল খারাপ। এই খারাপ পারফরমেন্স জন্ম দিয়েছে নানা প্রশ্নের। এটা নিয়ে অবশ্যই আমাদের অনেক প্রশ্ন আছে।’
সে প্রশ্নগুলো কি? জবাবে পাপন জানান, ‘এখানে আমাদের জানতে হবে, অন্য কোনো সমস্যা আছে কিনা? একটা বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশ হারতেও পারে, তবে এভাবে হারাটা আমরা কোনভাবেই মেনে নিতে পারি না।’ এটুকু বলে সে হার ও ব্যর্থতার কারণ খুঁজতে ক্রিকেটার এবং কোচ তথা টিম ম্যানেজমেন্টের সাথে বসার কথাও বলেন পাপন।
‘এটা নিয়ে খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। আমাদের আসল সমস্যা কি হয়েছে, সেটা জানতে হবে।’
শুধু বোলারদের ওপর দোষ চাপাতে নারাজ বিসিবির ভবিষ্যত বিগ বস, ‘আমাদের শুধু বোলারদের দোষ দিয়ে লাভ নেই, আমাদের দলে এতো এতো ভালো ব্যাটসম্যান, এতো ফ্ল্যাট উইকেটে তারাও কিছু করতে পারিনি।’
কেন পারেনি? পাপনের ভাষায়, ‘এই সমস্ত ব্যাপারগুলো আমাদের জানা দরকার। এবং এই বিষয়গুলো যত দ্রুত সম্ভব দূর করার জন্য ব্যবস্থা নিতে হবে। কারণ আমরা মনে করি এতোদিন বেশিরভাগ ম্যাচেই আমার বাংলাদেশে খেলেছি। এখন কিন্তু বেশিরভাগ খেলা বাইরে গিয়ে খেলবো। চ্যালেঞ্জটা আগের চেয়ে অনেক বেশি এখন। তবে এটা কোন ভাবেই মেনে নিতে পারি না, বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকাতে এভাবে খেলবে। আগামীকাল বোর্ড সভা করে যত দ্রুত সম্ভব সমস্যাগুলো আমাদের জানতে হবে এবং পদক্ষেপ নিতে হবে। যাতে করে আগামীতে আমরা বাইরে খেললে এরচেয়ে ভালো ফল হয়।’
হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রসঙ্গ উঠতেই নাজমুল হাসান বলেন, ‘তবে এই সমস্ত জিনিস নিয়ে, প্রধান কোচের মতামত আমাদের জানা দরকার। এই পারফরম্যান্স নিয়ে তার মতামত জানা প্রয়োজন। তার কি মন্তব্য এই ব্যাপারে, আমাদের পারফরম্যান্স নিয়ে, কেন এমন হল? এসব জানা দরকার। কাজেই তার সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। যে যদি এখন ছুটিতে থাকে তাহলেও চেষ্টা করবো দেশে এনে তার সঙ্গে কথা বলার। আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ।’
এআরবি/আইএইচএস/এমএস