৪৯ ওভারে ৭৮ রান!
টেস্ট ক্রিকেটকে যে ধৈর্যের তা দেখিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। বুলাওয়েয়ো টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ৩২৬ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪৯ ওভারে ১ উইকেটে মাত্র ৭৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে হোল্ডার বাহিনী।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ক্যারিবিয়ান ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও কাইরান পাওয়েল। উইকেটে পড়ে থেকে জিম্বাবুয়ে বোলার-ফিল্ডারদের নেন ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা। স্কোর বোর্ডে পঞ্চাশ রান হতেই লেগে যায় প্রায় ২৯ ওভার।
শেষ পর্যন্ত এই জুটি ভাঙে দিনের শেষ বেলায়। দারুণ এক ডেলিভারিতে ব্রেথওয়েটকে ফেরান ক্রেমার। দুজনের ৭৬ রানের উদ্বোধনী জুটি আসে ৪৬.৫ ওভারে। ১৬০ বলে ৩২ রান করে আউট হন ব্রেথওয়েট। ১২৩ বলে ৪৩ রান করে অপরাজিত পাওয়েল।
এর আগে ৪ উইকেটে ১৬৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। ১৪৭ রানে মাসাকাদজাকে ফেরান দেবেন্দ্র বিশু। লাঞ্চের কিছু পরই দলটা অল আউট হয়ে যায়। সিকান্দার রাজা করেন ৮০ রান। এতেই জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ৩২৬ রানের।
এমআর/জেআইএম