জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুরের জার্সি উন্মোচন
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুর রাইডার্সের জার্সি উন্মোচিত হলো বসুন্ধরার কনভেনশন সেন্টারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরুর আগে জার্সি উন্মোচন অনুষ্ঠানে নিজেদের লক্ষ্যের কথাও জানিয়ে রাখল ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবার রংপুরেরও অধিনায়ক। এক এক করে সব খেলোয়াড়ের ছবি জায়ান্ট স্ক্রিনে ওঠার পর সবার শেষে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে রংপুরে যোগ দেয়া মাশরাফির ছবি। বসুন্ধরা কনভেনশন সেন্টারের হল রুম তখন যেন মিরপুরের গ্যালারি! ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যককালাম, লাসিথ মালিঙ্গার সঙ্গে মাশরাফিকে দলে পেয়ে রংপুর সমর্থকদের উচ্ছ্বাসের শেষ নেই।
জায়ান্ট স্ক্রিনে খেলোয়াড়দের দেখানো শেষে রংপুর রাইডার্সের জার্সি পরে ফ্যাশন শো’তে অংশ নেন মডেলরা। কোচ টম মুডিও তো মডেল হয়ে গেলেন! নতুন জার্সিতে ক্যাটওয়াকের সঙ্গে গানের তালে বেশ কিছুক্ষণ নাচলেনও তিনি। তার আগে মনোমুগ্ধকর লেজার শো’র পর অধিনায়ক মাশরাফির হাতে রংপুরের কর্তাব্যক্তিরা তুলে দেন জার্সি।
নতুন দলে নতুন দায়িত্ব নিতে যাওয়া মাশরাফি ভালো শুরুর অপেক্ষায়, ‘টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। এখন শুধু এতটুকু বলব, আমরা যেন শুরুটা ভালো করতে পারি, রংপুরের সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারি। বিশ্বের সেরা কোচ আমাদের দলে। মাঠে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে সব সহজ হয়ে যাবে।’
কোচ টম মুডি তার বক্তব্যে বলেছেন, ‘আমি নিশ্চিত আগামী এক মাস দারুণ লড়াই করবে দলগুলো। ২০ ওভারের ক্রিকেটে কাউকেই শক্তিশালী বলা যাবে না। মাঠের পাফরম্যান্সে যারা এগিযে থাকবে, তারাই জিতবে।’
আগামী ৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সিক্সার্স-ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। ওই দিনই রাজশাহী কিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। কখনও শিরোপার স্বাদ না পেলেও এবার বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শক্তিশালী দল গড়েছে তারা।
এমএএন/বিএ