মাশরাফির অধীনে খেলতে মুখিয়ে চার্লস
রংপুর রাইডার্সের কোচ টম মুডি বিসিবি একাডেমি মাঠে আসার আগেই হাজির হয়েছিলেন দলীয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বেশ কিছুক্ষণ পর মাঠে ঢুকলেন মুডি। তার সাথে ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান জনসন চার্লস। মাশরাফিকে দেখেই চার্লসকে নিয়ে তার দিকে এগিয়ে গেলেন মুডি। এই ক্যারিবীয়কে এমনভাবে পরিচয় করিয়ে দিলেন যেন, মাশরাফির হাতে চার্লসকে তুলে দিচ্ছেন তিনি, যেন দেখে রাখেন তাকে। মাশরাফিই চার্লসের হাতে তুলে দিলেন রংপুরের অনুশীলনের জার্সি।
অনুশীলন শেষে জনসন চার্লস কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় তিনি জানান, দলের জয়কে সহজ করতে চান। এ প্রসঙ্গে চার্লস বলেন, ‘জয়ের বিকল্প কিছু ভাবছি না। এটাই আমার ব্যক্তিগত এবং দলীয় লক্ষ্য। এছাড়া আমি নিজেও ভাল কিছু করে দলকে এগিয়ে নিতে চাই। আমি দলের কাজটাকে আরও সহজ করতে চাই।’
তবে আজই (রবিবার) ঢাকায় আসা চার্লস চান, সবার আগে দ্রুত নতুন এই কন্ডিশনের সাথে নিজেকে মানিয়ে নিতে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার এখন প্রথম কাজই হচ্ছে, এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয়া। আর আমি গতানুগতিক ক্যারিবীয় ব্যাটসমম্যানদের মত মারমুখী খেলি না। আমি চেষ্টা করি একটু ধীরে-সুস্থে খেলতে।’
এই ক্যারিবীয়র মুখেও ছিল মাশরাফি বন্দনা। মাশরাফির অধীনে খেলা সম্পর্কে তিনি বলেন, ‘মাশরাফির অধীনে খেলাটাকে বেশ উপভোগ করবো। মাশরাফি একজন অসাধারণ ক্রিকেটার। তিনি দলের জন্য শতভাগ উজাড় করে দেন। তিনি দলে থাকলে কেউ আলসেমি করার সুযোগ পায় না। তার ওপর তিনি সবাইকে চাঙ্গা করতে দারুণ ভুমিকা রাখেন। আশা করি তার নেতৃত্বে দলও ভাল করবে এবার।’
বিপিএল কি লক্ষ্য? জানতে চাইলে একটু হেসে শুধু বললেন, ‘আমি মাত্র তো ঢাকায় আসলাম, একটু দেখতে চাচ্ছি। এখানকার পরিবেশ কেমন। তারপরই বলতে পারবো কি করতে চাচ্ছি।’
এমএএন/আইএইচএস/আরআইপি