ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লজ্জার রেকর্ডে আফ্রিদিকে ছুঁলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৯ অক্টোবর ২০১৭

টি-টোয়েন্টি থেকে মাশরাফির অবসরের পর বাংলাদেশ দলের অধিনায়ক করা হয় সাকিবকে। অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় ইনিংসটা ভালো হয়নি এ অলরাউন্ডারের। দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম ম্যাচে ২০ রানে হেরে যায় টাইগাররা। হারের ম্যাচে লজ্জার এক রেকর্ডে পাকিস্তানের শহীদ আফ্রিদিকে ছুঁলেন সাকিব

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৮টি ম্যাচ খেলে ৪০ ম্যাচে হারের স্বাদ পান আফ্রিদি। সেখানে সাকিব ৬০ ম্যাচ খেলেই তার পাশে নাম লেখালেন। আজ (রোববার) সিরিজের শেষ ম্যাচে হেরে গেলে আফ্রিদিকে টপকে হারের দিক দিয়ে এককভাবে শীর্ষে ওঠে যাবেন অলরাউন্ডার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি হারের স্বাদ পাওয়াদের মধ্যে বাংলাদেশের খেলোয়াড়েরাই আধিক্য বেশি। সাকিব ছাড়াও শীর্ষ দশে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৫৯ ম্যাচে জয় পেয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক।

এমআর/এমএস

আরও পড়ুন