ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রংপুরকে শিরোপা দেয়াই একমাত্র লক্ষ্য বোপারার

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৮ অক্টোবর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে সবার আগে অনুশীলনে নেমেছে রংপুর রাইডার্স। প্রথম দু’দিন তারা লোকাল খেলোয়াড়দের নিয়ে অনুশীলন করলেও আজ (শনিবার) তিন ইংলিশ রিক্রুট দলের সাথে যোগ দিয়েছে। বাংলাদেশে নেমেই অনুশীলনে এসেছিলেন এই তিন ইংলিশ ক্রিকেটার। অনুশীলন শেষে তাদের মধ্যে থেকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন অলরাউন্ডার রবি বোপারা।

সংবাদ মাধ্যমে কথা বলার সময় বোপারা তার ব্যক্তিগত এবং দলীয় লক্ষ্য নিয়ে কথা বলেন। জয়ের বিকল্প কিছু ভাবছেন না এই ব্রিটিশ ক্রিকেটার। তিনি বলেন, ‘জয়ের বিকল্প কিছু ভাবছি না। এটাই আমার ব্যক্তিগত এবং দলীয় লক্ষ্য। এ ছাড়া আমি নিজেও ভাল কিছু করে দলকে এগিয়ে নিতে চাই।’

অন্যবারের মত এবারও বিপিএলে বেশ প্রতিদ্বন্দ্বীতা হবে বলেই মনে করেন এই ইংলিশ ক্রিকেটার। তার মতে, ‘এবারই প্রথম নয়, অন্যবারও অনেক বড় বড় ক্রিকেটার বিপিএলে খেলেছে। আশা করছি, অন্যবারের মত এবারও বেশ প্রতিযোগিতামূলকই হবে এই টুর্নামেন্ট।’

এর আগে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে বিপিএলে খেললেও এবার নতুন দল নিয়ে বেশ খুশি বোপারা। তিনি বলেন, ‘এবার নতুন দল হলেও, আগের বারের সতীর্থ জিয়া আছে এখানে। সাথে তো আমার স্বদেশি তিনজন আছেনই।’

অধিনায়ক মাশরাফিরও ভূয়সী প্রসংশা করলেন এই ইংলিশ ক্রিকেটার। অধিনায়ক সম্পর্কে তিনি বলেন, ‘মাশরাফি একজন অসাধারণ ক্রিকেটার। তিনি দলের জন্য ১০০ ভাগ উজাড় করে দেন। তিনি দলে থাকলে কেউ আলসেমি করার সুযোগ পায় না। তার ওপর তিনি সবাইকে চাঙ্গা করতে দারুণ ভুমিকা রাখেন। আশা করি তার নেতৃত্বে দলও ভাল করবে এবার।’

বাংলাদেশে কন্ডিশনে মানিয়ে নেয়ার জন্য এক সপ্তাহ খুব বেশি সময় নয় বলে মনে করেন রবি বোপারা। তার মতে, ‘মাত্র এক সপ্তাহে অতটা মানিয়ে নেয়া সম্ভব নয়। তবুও আমি চেষ্টা করবো। আসলে উইকেট ভাল হলে খেলা ভাল হবে। আর উইকেট খারাপ হলে খেলা খারাপ হবে। এটাই স্বাভাবিক।’

এমএএন/আইএইচএস/এমএস

আরও পড়ুন