মুডি-মাশরাফিতে ভরসা নাফীসের
বসন্ধুরা গ্রুপের মালিকানায় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স। রংপুরের আইকন এবং অধিনায়ক বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর কোচ হিসেবে আছেন আইপিএল মাতানো অস্ট্রেলিয়ান টম মুডি। এই দু'জনের উপর ভরসা রাখছেন শাহরীয়ার নাফীস। বরিশাল বুলস না থাকায় এবার রংপুরের জার্সি গায়ে দেখা যাবে এই হার্ডহিটার ওপেনারকে।
মুডি-মাশরাফি সম্পর্কে বলতে গিয়ে নাফীস বলেন, ' টম মুডি একজন হাইপ্রোফাইল কোচ । তার (মুডি) এবং মাশরাফির নেতৃত্বে আমরা ভাল অবস্থানে যেতে চাই। এখন আমাদের লক্ষ্য সুপার ফোর। '
মাশরাফির অধীনে পুরো দল খেলার জন্য মুখিয়ে আছে বলেও দাবি করেন এই ক্রিকেটার। তিনি বলেন, ' মাশরাফি বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক, ওনার অধীনে খেলার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। আশা করি , উনি বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়েছে, রংপুর রাইডার্সকেও সেভাবে একটা পর্যায়ে নিয়ে যাবে। '
নিজের ব্যক্তিগত লক্ষ্যটাও জানালেন এই বাঁহাতি ব্যাটসম্যান। লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ' ব্যাক্তিগতভাবে আমার লক্ষ্য থাকবে, রংপুর আমার উপর যে আস্থা রেখেছে তার প্রতিদান দেয়া। নিয়মিত ভাল খেলতে চাই। দলের প্রয়োজনে যখন, যেরকম খেলা দরকার , সে রকম খেলবো। '
আগের লিগের ভুলগুলো শুধরে, এ বছর ধারাবাহিকভাবে ভাল খেলতে চান নাফীস। এ প্রসঙ্গে তিনি বলেন, ' ক্রিকেট কঠিন একটি খেলা। যখন ফোর ডে ম্যাচ খেলি, তখন দেখা যায় ৭ থেকে ৮টা ইনিংস ভাল খেলি। ওয়ানডেতে সেটা আরও কমে আসে। টি২০তে আরও কমে যায়। তবে আমার লক্ষ্য গতবারের ভুলগুলো শুধরে এ বছর ধারাবাহিক ভাল খেলা। '
এমএএন/এমএমআর/এমএস