বুধবার থেকেই অনুশীলন শুরু বিপিএলের দলগুলোর!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের ডামাঢোল বেজে উঠতে শুরু করেছে অনেক আগেই। তবে জাতীয় দল দক্ষিণ আফ্রিকায় থাকার কারণে এখনও সেভাবে জমে ওঠেনি। তবে আগামী বুধবার (২৫ তারিখ) থেকে অনুশীলনে নামতে শুরু করবে বিপিএলের দলগুলি। তবে সবাই এক সঙ্গে নয়। ধাপ ধাপে ২৯ অক্টোবর পর্যন্ত দলগুলো অনুশীলন শুরু করবে। দু’একটি দল বাদে বেশিরভাগ দলই ঢাকাতে অনুশীলন শুরু করবে।
গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের অনুশীলন শুরু হবে ২৯ অক্টোবর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি একাডেমি মাঠে এদিন সকাল ৯টা থেকে অনুশীলন শুরু করবে ঢাকা ডায়নামাইটস। দলের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘৩০ অক্টোবর থেকে বিদেশি ক্রিকেটারদের কয়েকজনকে অনুশীলনে পাওয়া যাবে।’
বিপিএলের চতুর্থ আসরের রানার্সআপ রাজশাহী কিংসের অনুশীলন শুরু হবে ২৯ অক্টোবর। মিরপুর স্টেডিয়ামে দু’দিন অনুশীলনের পর সিলেটে চলে যাবে দলটি। রাজশাহীর কোচ সারোয়ার ইমরান জানিয়েছেন, ‘৩১ অক্টোবর থেকে দলের সঙ্গে যোগ দেবেন বিদেশি ক্রিকেটাররা।’
মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে গত আসরে প্লে-অফ খেলেছিল খুলনা টাইটান্স। ২৫ অক্টোবর রাজধানীর ইউল্যাব মাঠে অনুশীলনে নামবে খুলনা। দলটির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ওইদিন (২৫ অক্টোবর) সকালেই ঢাকায় এসে পৌঁছাবেন খুলনার কোচ মাহেলা জয়াবর্ধনে। ২৬ অক্টোবর থেকে খুলনার বিদেশি ক্রিকেটার আসতে শুরু করবে।’
দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানায় এবার মাঠে নামবে রংপুর রাইডার্স। মাশরাফি বিন মর্তুজা থাকছেন দলটির নেতৃত্বে। ২৫ অক্টোবর বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করবে রংপুর। দলের অস্ট্রেলিয়ান কোচ টম মুডি ঢাকায় আসবেন তার আগের দিন। রংপুরের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক জানিয়েছেন, ২৭ অক্টোবর থেকে বিদেশি ক্রিকেটাররা দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে শুরু করবে।
সাবেক বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনুশীলন শুরু করবে সিলেট থেকে। ২৫ অক্টোবর সিলেট যাবে দলটি। ২৬ অক্টোবর থেকে সিলেট জেলা স্টেডিয়ামে প্রাথমিক অনুশীলনে থাকবেন ১১ জন ক্রিকেটার। কুমিল্লার কোচ সালাউদ্দিন জানিয়েছেন, ‘টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে বিদেশি ক্রিকেটাররা যোগ দেবে দলের সঙ্গে। তবে তামিম ইকবালের ইনজুরিতে পড়া দলটির জন্য খারাপ খবরই বটে। এ নিয়ে দুশ্চিন্তায়ও রয়েছে দলটি।’
বিপিএলের পঞ্চম আসরের জন্য মাঝারিমানের দল গড়েছে চিটাগং ভাইকিংস। মিরপুর স্টেডিয়ামে দলটির অনুশীলন শুরু হবে আগামী ২৯ অক্টোবর। ঢাকায় কয়েকদিন অনুশীলনের পর সিলেটে যাবে চিটাগং ভাইকিংস।
এবার বিপিএল শুরু হবে সিলেটে। এই বিভাগের দলটি অংশ নিচ্ছে সিলেট সিক্সার্স নামে। ২৫ অক্টোবর থেকে অনুশীলন শুরু করবে সিলেট সিক্সার্স। দলের উপদেষ্টা ফারুক আহমেদ বলেছেন, ‘ট্যালেন্ট হান্ট কার্যক্রমে ২৫ অক্টোবর উপস্থিত থাকবেন ওয়াকার ইউনুস। আমাদের অনুশীলনও সেদিন শুরু হবে। ৩১ অক্টোবর থেকে বিদেশি ক্রিকেটাররা আসবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমজমাট পঞ্চম আসর শুরুর তারিখ নিয়ে কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তন করেছিল বিসিবি। পরিবর্তিত সূচি অনুযায়ী বিপিএল শুরুর নতুন তারিখ ৪ নভেম্বর বলে জানানো হয়।
সিলেট থেকেই শুরু হবে এবারের বিপিএল। সিলেটের নতুন ফ্রাঞ্চাইজি সিলেট সিক্সার্সই উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। ১২ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল।
এমএএন/আইএইচএস/আরআইপি