ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাকিবের টি-টোয়েন্টি দলকে নিয়ে আশা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৮ এএম, ২৩ অক্টোবর ২০১৭

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরটা কাটছে রীতিমত দুঃস্বপ্নের মত। টেস্টের ভয়াবহ বিপর্যয়ের পর অন্ততপক্ষে ওয়ানডেতে কিছু করতে পারবে বাংলাদেশ, ভেবেছিলেন সবাই। তবে বাস্তবতা অনেক কঠিন। দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই সিরিজের একটিতেও দাঁড়াতে পারল না টাইগাররা।

এখন শুধু টি-টোয়েন্টি সিরিজ বাকি, যেখানে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। সাকিবের এই দলটি নিয়ে ভীষণ আশাবাদী টি-টোয়েন্টিতে সাবেক হয়ে যাওয়া মাশরাফি। টাইগার দলের ওয়ানডে অধিনায়কের বিশ্বাস, ছোট ফরমেটে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ।

গত এপ্রিলে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে টি-টোয়েন্টি থেকে অবসর নেন মাশরাফি। এরপর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন সাকিব আল হাসান। এর আগে চারটি টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দেওয়া সাকিবের উপর অনেক আশা মাশরাফির।

যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ভালো করতে পারবে এমনটাই বিশ্বাস করেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। টি-টোয়েন্টি সিরিজ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, এখান সেরা ব্যক্তিই আছে-সাকিব। নতুন সিরিজ শুরু হবে। টেস্ট ওয়ানডেতে যা হয়েছে তা ভুলে যদি আমরা নতুন সিরিজে শুরু থেকে ইতিবাচক ক্রিকেট খেলতে পারি, তবে ভালো কিছু সম্ভব।’

তবে সাকিব একা খেললেই তো হবে না, দলের বাকিদেরও অধিনায়ককে সমর্থন দিতে হবে; মনে করিয়ে দিলেন মাশরাফি। তিনি বলেন, ’সাকিবের দৃঢ়তা পরীক্ষার কিছু নাই। আমার মনে হয়, সে সব জায়গাতেই চ্যাম্পিয়ন ছিল। অধিনায়ক বা খেলোয়াড় হিসেবে ও আমাদের সেরা একজন। তবে ওর একার দ্বারা কিছু সম্ভব হবে না। যদি দল হিসেবে সবাই খেলতে পারে, তাহলে অবশ্যই (জেতার) সম্ভাবনা আছে।’

এই বছরেই দক্ষিণ আফ্রিকা সফরে সব ওয়ানডে ও টেস্ট হারার পরও ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। এশিয়ার প্রতিবেশীদের এমন পারফম্যান্স থেকে প্রেরণা খোঁজার আহ্ববান মাশরাফির, ‘আমি যত দূর জানি, সবশেষ সিরিজে শ্রীলঙ্কা ওদের সঙ্গে টি-টোয়েন্টি জিততে পেরেছিল; টেস্ট, ওয়ানডে সব কিছু হেরেও। আমার মনে হয়, ওদের টি-টোয়েন্টিতে হারানো সম্ভব।’

মাশরাফির সেই বিশ্বাসটা এখন টি-টোয়েন্টির উত্তরসূরীদের মাঝে ছড়িয়ে পড়লেই হয়!

এমএমআর/জেআইএম

আরও পড়ুন