ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সাকিবের হাফসেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৫ পিএম, ২২ অক্টোবর ২০১৭

দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৭০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে বাংলাদেশ। প্যাটারসনের টানা দুই ওভারে আউট হন ইমরুল কায়েস আর লিটন দাস। এরপর কাগিসো রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ৮ রান করা সৌম্য সরকার।

মুশফিকুর রহীমকে নিয়ে সাকিব আল হাসান ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন। ৩১ রানের একটি জুটি গড়েছিলেন তারা। দলের রান ৫০ পেরোনোর পর সেই জুটিটাও ভেঙে গেছে। মুশফিক ৮ রান করে ফেহলুকাওকে উঠিয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন মিড-অফে।

এরপর সাকিব মাহমুদুল্লাহকে নিয়ে জুটি বাঁধতে চাইলে তাও ভেঙে দেন মালদার। তবে এক পাশ আগলে নিজের ৩৫তম হাফসেঞ্চুরি করে ফেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

হাফসেঞ্চুরি করতে সাকিব মোট খরচ করেছেন ৬৩টি বল। তার হাফসেঞ্চুরিতে কোন ছয়ের মার না থাকলেও, ছিল ছয়টি চারের মার।

১৮০ ওয়ানডে খেলা সাকিবের সর্বোচ্চ ইনিংস ১৩৪ রান। ৩৪ দশমিক ৬০ গড়ে সাকিবের ৩৫টি হাফসেঞ্চুরির পাশাপাশি ৭টি সেঞ্চুরিও রয়েছে।

এ প্রতিবেদন লেখার সময় সাকিব অপরাজিত ছিলেন ৫৩ রানে। সঙ্গে ১৭ রান নিয়ে ব্যাট করছিলেন সাব্বির রহমান। দলের লক্ষ্য ৩৭০ রানের। ২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০১ রান।

এমএএন/এমএমআর/জেআইএম

আরও পড়ুন