ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইমরুলের থ্রোতে রানআউট মার্করাম

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১১:২০ এএম, ২২ অক্টোবর ২০১৭

সিরিজের শেষ ওয়ানডেতেও বাংলাদেশের বোলারদের ভোগাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। বাংলাদেশের সব বোলারদের উপরই চড়াও হচ্ছেন তারা। ফলে উইকেটের দেখা পাচ্ছে না বাংলাদেশ

মিরাজের জোড়া আঘাতের পর দেখেশুনেই খেলে যাচ্ছিলেন ডু প্লেসিস-মার্করাম। গড়েছিলেন ১৫১ রানের জুটি। তবে ডু প্লেসি চোটে পরে সাজঘরে ফেরার অল্প সময়ের মধ্যেই ইমরুলের সরাসরি থ্রোতে রান আউট হয়ে মার্করামও সাজঘরে ফেরেন।

অভিষেকে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে আইডেন মার্করাম ফিরেছেন ৬৬ রানে। স্কয়ার লেগে বল পাঠিয়ে ২ রান নিতে গিয়ে রান আউট হন মার্করাম। ইমরুল কায়েসের থ্রো সরাসরি স্ট্যাম্প ভাঙে। ঝাঁপিয়ে উইকেট রক্ষা করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি দীর্ঘদেহী মার্করাম।

মার্করাম আউট হওয়ার কিছুক্ষণ আগেই সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়ে ফিরে যেতে হয়েছে ফাফ ডু প্লেসিকে। কোমড়ে টান লাগায় মাঠ থেকে বেরিয়ে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। মাশরাফির বল মিড উইকেটে পাঠিয়ে ২ রান নিতে কল দেন ডু প্লেসি।

প্রথম রান ভালোমতই নিয়েছিলেন, দ্বিতীয় রান নেওয়ার সময় তার কোমড়ে টান পড়ে। রান পূর্ণ করলেও মাঠে থাকতে পারেননি। ডেভিড মিলারের কাঁধে চড়ে মাঠ ছাড়া ডু প্লেসি করেন ৯১ রান।

নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন এবি ডি ভিলিয়ার্স ও ফারহান বেহারদিন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪৩.৩ ওভারে ৩ উইকেটে ৩০৮ রান।

এমএএন/এমএমআর/আইআই

আরও পড়ুন