ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিজয়ের মনে কোনো ক্ষোভ নেই

মুনওয়ার আলম নির্ঝর | প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২০ অক্টোবর ২০১৭

জাতীয় লিগের পঞ্চম রাউন্ড শেষে শিরোপার অনেক কাছে রয়েছে খুলনা বিভাগ। আর সর্বোচ্চ রান সংগ্রহক হিসেবে রয়েছেন খুলনার এনামুল হক বিজয়। অসাধারণ একটা মৌসুম পাড় করছেন এই ডানহাতি ব্যাটসম্যান। পঞ্চম রাউন্ড শেষে ব্যাট হাতে ৫ ম্যাচে ১ ডবল সেঞ্চুরি ও ১ ফিফটিতে করেছেন ৪১৭ রান। তবুও স্থান হয়নি জাতীয় দল কিংবা 'এ' দলেও। তারপরও মনের মধ্যে এটা নিয়ে কোন ক্ষোভ বা কষ্ট নেই এই ব্যাটসম্যানের, এমনটাই জাগো নিউজকে জানিয়েছেন। ভরসা রাখছেন নির্বাচকদের উপর।

ক্রিকেট বোর্ডকে নিজের অবিভাবক মনে করেন বিজয়। তাদের সিদ্ধান্তে পূর্ণ আস্থা আছে এই ক্রিকেটারের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড আমাদের গার্ডিয়ান, আমাদের মা-বাবার মত। ওনারা যেটা ভাল মনে করবেন, সেটাই আমাদের জন্য করবেন। এ ব্যাপারে কখনওই কোন ক্ষোভ নেই। ওনারা ছোটবেলা থেকে লালন-পালন করে আমাদের এত বড় করছেন, ওনারা যেটা ভালো মনে করছেন সেটাই ঠিক আছে। এ ব্যাপারে কিছু বলার নেই।’

তবে বোর্ড চাইলে যে কোন জায়গায় খেলার জন্যও প্রস্তুত রয়েছেন বিজয়। তিনি বলেন, ‘এখন তো সামনে বিপিএল আছে, বিপিএলে চেষ্টা করবো ভালো কিছু করার। আর বিসিবি যদি আমাকে কোন জায়গায় ডাক দেয়, তবে চেষ্টা করবো শতভাগ দিয়ে খেলার। এক কথায়, নিজেকে যে কোন জায়গায় খেলার জন্য প্রস্তুত করছি।’

জাতীয় লিগে ডাবল সেঞ্চুরির প্ল্যান না থাকলেও ভালো কিছু করার পরিকল্পনা ছিল বিজয়ের। এ বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘হ্যা, একটা টার্গেট ছিল। যেখানে খেলি, চেষ্টা করবো ভালো খেলার। আসলে জাতীয় লিগটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের খেলোয়াড়দের জন্য। তাই চেষ্টা করেছি, ভালো কিছু করার জন্য। ভালো কিছু করার পাশাপাশি চেষ্টা ছিল দলকে জেতানোরও। কিছু ম্যাচে ভালো করেছি। কিছু ম্যাচ খারাপ হয়েছে। সেটা থেকে আমি শিখেছি। চেষ্টা করছি টিমকে যতটুকু দেয়া যায়, ততটুকু দেয়ার। এটা একটা প্ল্যান ছিল।’

তবে বিজয় বড় স্বপ্ন ঠিকই দেখছেন। ভালো কিছু করার স্বপ্ন তার চোখে। আর যতটুকু হয়েছে তা নিয়েও সন্তুষ্ট সে।

এমএএন/এমআর/এমএস

আরও পড়ুন