ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হাসান আলীর ঝড়ে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৮ অক্টোবর ২০১৭

হাসান আলীর বিধ্বংসী পেসে বিধ্বস্ত শ্রীলঙ্কার ইনিংস। আবুধাবিতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের ডানহাতি এই পেসারের বোলিংয়ে ইনিংসের ১০ বল বাকি থাকতে ২০৮ রানেই গুটিয়ে গেছে লঙ্কানরা।

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিল শ্রীলঙ্কা। তাদের শুরুটা খারাপ ছিল না। বরং একপর্যায়ে ২ উইকেটেই ১১২ রান তুলে ফেলেছিল উপুল থারাঙ্গার দল। থারাঙ্গা নিজেই করেছেন ৬১ রান। লঙ্কান ইনিংসে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ।

হাসান আলীর ঝড়ে এরপর রীতিমত লণ্ডভণ্ড হয়ে গেছে শ্রীলঙ্কার ইনিংস। বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেউই হাফসেঞ্চুরির দেখা পাননি। শেষদিকে থিসারা পেরেরার ৩৭ বলে ৩৮ রানের ইনিংসে কোনোমতে দুইশ পেরিয়েছে লঙ্কানরা।

পাকিস্তানের পক্ষে ৩৪ রানে ৫টি উইকেট নিয়েছেন হাসান আলী। শাদাব খান ২টি এবং জুনায়েদ খান আর মোহাম্মদ হাফিজ নিয়েছেন ১টি করে উইকেট।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন