বাউন্ডারিতে হাফসেঞ্চুরি পূরণ ইমরুল কায়েসের
অনেকদিন ধরেই সমালোচকদের তীরে বিদ্ধ হচ্ছিলেন ইমরুল কায়েস। এমনকি দলে তার পজিশনও বারবার চেইঞ্জ করা হচ্ছিল। তার ব্যাট কোনভাবেই হাসছিল না কোন ফরম্যাটেই। অবশেষে তার ব্যাট হাসলো । দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডেতে তিনি তার ক্যারিয়ারের চৌদ্দতম হাফসেঞ্চুরি করেছেন।
হাফসেঞ্চুরি করতে তিনি মোট বল খরচ করেছেন মোট ৫৬টি বল। ৫৩ রানের ইনিংসে তার একটি ছয়ের মার ও চারটি চারের মার রয়েছে।
২০০৮ সালে অভিষেক হওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান মোট ৬৯টি ওয়ানডে খেলেছেন। ১৪ টি হাফসেঞ্চুরি ছাড়াও তার দুইটি সেঞ্চুরিও রয়েছে ওয়ানডেতে।
এমএএন/এমএমআর/এমএস