ওয়ানডেতে অভিজ্ঞদের উপর ভরসা রাখছেন আকরাম খান
টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। একটাই ভরসা, ওয়ানডেতে গত দুই বছরে বাংলাদেশের পারফরম্যান্স বেশ ভাল। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ওয়ানডেতে ভাল করার ব্যাপারে দলের অভিজ্ঞদের উপরই ভরসা রাখছেন।
আজ (শনিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাংবাদিক লাউঞ্জে বসে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তামিম, সাকিব আর মাশরাফি দলে থাকলে এমনিই অন্যদের মনোবল চাঙ্গা হয় বলে মনে করেন আকরাম খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তামিম, সাকিব , মাহমুদুল্লাহ আর মাশরাফি দলে থাকলে দলের অন্য সবার মনোবল বেশ ভাল থাকে। ফলে ওয়ানডেতে ভাল করার সুযোগ রয়েছে বাংলাদেশের।’
কিম্বার্লিতে খেলে আসার স্মৃতি রয়েছে আকরাম খানের। সেই স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ‘ওখানে আমরা খেলেছি। তখন ফ্ল্যাট উইকেট ছিল। এখনও যদি তেমন উইকেট হয়, তবে আমাদের ছেলেরা বেশ ভাল করবে।’
টেস্ট সিরিজে বাজে ব্যাটিং এবং বাজেভাবে হারার কারণে ওয়ানডে সিরিজ নিয়েও কিছুটা শংকিত তিনি। আকরাম খান বলেন, ‘টেস্ট সিরিজে হারার জন্য মানসিকভাবে কিছুটা চাপে থাকতে পারে বাংলাদেশ। যদি সেটা ওভারকাম করতে পারে তবেই জেতা সম্ভব।’
এমএএন/আইএইচএস/আরআইপি