ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘জয়ের জন্যই খেলবে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:২০ এএম, ১৪ অক্টোবর ২০১৭

দক্ষিণ আফ্রিকায় এখনও নামের প্রতি সুবিচার করতে পারেনি বাংলাদেশ দল। দুই টেস্টে লজ্জাজনক হারের পর ওয়ানডে সিরিজ শুরু আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও অসহায় আত্মসমর্পণ। তবে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। আর মাঠে জয়ের জন্যই নামবে বাংলাদেশ, এমনটাই বললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আগামী ১৫ সেপ্টেম্বর (রোববার) কিম্বার্লিতে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আর এ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য কেবলই জয় উল্লেখ করে সাকিব বলেন, ‘আমরা জয়ের জন্যই খেলবো। আমাদের চেষ্টা থাকবে মৌলিক কাজগুলো ভালভাবে করার। ভাল ব্যাটিং করা, শুরুটা ভাল করা। বোলিংটা ভাল করা। এই কাজগুলো যদি ভালভাবে করতে পারলেই আমাদের জেতার সম্ভাবনা বেশি থাকবে।

ওয়ানডেতে মাঠে নামার আগে সাকিবের চিন্তা কন্ডিশন নিয়ে। তারকা এই অলরাউন্ডারের ভাষ্যমতে, ‘এ কন্ডিশনে আমাদের কাজটা অবশ্যই কঠিন ও চ্যালেঞ্জিং হবে। বাকি দলগুলোর জন্যও এটা একই রকম। দক্ষিণ আফ্রিকাও ২০১৫ সালে আমাদের দেশে গিয়ে ওয়ানডে সিরিজ হেরেছে। ম্যাচের ফলাফলে কন্ডিশন খুব বড় একটা ভূমিকা রাখে।’

এমআর/এমএস

আরও পড়ুন