ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাবরের সেঞ্চুরিতে পাকিস্তানের ২৯২ রানের পুঁজি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৩ অক্টোবর ২০১৭

দুবাইয়ে সিরিজের প্রথম দিবারাত্রির ওয়ানডেতে টসে হেরে প্রথমে ব্যাটিং করেছে পাকিস্তান। বাবর আজমের দুর্দান্ত এক সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৯২ রান।

ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খেয়েছিল পাকিস্তান। আহমেদ শেহজাদ রানের খাতা খোলার আগেই ফিরেন সাজঘরে। দ্বিতীয় উইকেটে ফাখর জামানকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন বাবর আজম। ৪৩ রান করে ফাখর বোল্ড আউট হলে ভাঙে এই জুটি।

এরপর তৃতীয় উইকেটে বাবরের সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে ফেরেন মোহাম্মদ হাফিজ (৩২)। পাকিস্তান ইনিংসে সবচেয়ে বড় জুটিটা আসে চতুর্থ উইকেটে। শোয়েব মালিক আর বাবর আজম মিলে এই জুটিতে যোগ করেন ১৩৯ রান। ৮১ রান করে আউট হন মালিক।

তবে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি বাবর আজম। সুরাঙ্গা লাকমলের শিকার হয়ে ফেরার আগে ১৩১ বলে ৫ চারের সাহায্যে ১০৩ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৩২ ওয়ানডের ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি।

শ্রীলংকার পক্ষে পেসার সুরাঙ্গা লাকমল ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন লাহিরু গামেজ, থিসারা পেরেরা, জেফ্রে ভেন্ডারসে এবং আকিলা ধনঞ্জয়া।

এমএমআর/আইআই

আরও পড়ুন