‘ওয়ানডেতে বাংলাদেশকে হারানো সহজ হবে না’
টেস্টে বাংলাদেশকে নিয়ে রীতিমত লজ্জায় ডুবিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ৩৩৩ রানে বিশাল জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারিয়েছে ইনিংস ও ২৫৪ রানে। তবে ওয়ানডেতে বাংলাদেশকে হারানো সহজ হবে না, এমনটাই মনে করেন প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সাফল্য টেনে দক্ষিণ আফ্রিকা স্পিনার ইমরান তাহির বলেন, ‘ঘরের মাটিতে আমরা ফেভারিট। তবে ওয়ানডেতে বাংলাদেশকে সমীহ করেই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা, তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে, সেমিফাইনালে উঠেছে। মানুষ যত যাই ভাবুক, বাংলাদেশকে হারানো মোটেও সহজ নয়।’
রোববার কিম্বার্লির ম্যাচটি দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। আর এ সিরিজেও বাংলাদেশ যে কোনো ছাড় পাবে না তা স্পষ্ট করে তাহির বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মৌসুমে এটাই প্রথম ম্যাচ। আমরা এর জন্য মুখিয়ে আছি। চেষ্টা করব খেলার সবদিকেই আধিপত্য বিস্তার করতে। গত দু-তিন বছর বছর ধরে আমরা যেভাবে খেলছি তা চালিয়ে যেতে পারলে যে কোন দলকেই আমরা হারাতে পারব।’
এমআর/পিআর