ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নির্বাচন পর্যন্ত বহাল থাকছে বিসিবির বর্তমান কমিটি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১২ অক্টোবর ২০১৭

ইতোমধ্যেই ঘোষণা হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তারিখ। আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। আর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৭ তারিখ।

ফলে স্বভাবতই প্রশ্ন আসে এই কয়দিন বোর্ড চলবে কীভাবে? তার উত্তর নিজেই দিলেন প্রধান নির্বাচন কমিশনার ওমর ফারুক আহমেদ। তিনি জানালেন, এই কমিটিই নির্বাচন পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকবে।

বোর্ডের দায়িত্বে থাকলেও বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না তারা। দৈনন্দিন কাজ স্বাভাবিক রাখার জন্যই এই ব্যবস্থা বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

পাশাপাশি ফারুক সাংবাদিকদের বলেন, ‘বেতনভুক্ত সকল কর্মকর্তা-কর্মচারী তাদের কাজ চালিয়ে যাবে। আর আইসিসির জরুরি কোনো সভা হলে সিইও নিজামুদ্দীন চৌধুরী সুজন তাতে অংশ নেবেন।’

নির্বাচন শেষ হওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার।

এমএএন/বিএ