ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়ানডেতে বাংলাদেশকে হারাতে দক্ষিণ আফ্রিকার নতুন পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১২ অক্টোবর ২০১৭

ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই রঙিন জার্সিতে সমীহ জাগানোর দল বাংলাদেশ। দেশ এবং দেশের বাইরে সমান উন্নতি করছে মাশরাফিবাহিনী। বড় বড় দলগুলোর বিপক্ষে অনায়াসে তুলে নেয় জয়। তাই বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের ফরমেটে মাঠে নামার আগে নতুন পরিকল্পনা আঁকছে দক্ষিণ আফ্রিকা। এমনটাই জানালেন প্রোটিয়াদের অভিজ্ঞ ব্যাটসম্যান জেপি ডুমিনি।

আজ ওয়ানডে সিরিজের শুরু আগে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে আমন্ত্রিত একাদশের দায়িত্ব পালন করবেন ডুমিনি। আর এ ম্যাচে জয় পেতে নতুন পরিকল্পনা করছে এই অধিনায়ক। নিজের পরিকল্পনা নিয়ে ডুমিনি জানান, ‘টেস্ট সিরিজ দেখার পর তাদের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। অবশ্যই এই ফরম্যাটে তাদের জন্য কিছু পরিবর্তন আনতে হবে। আমার মনে হয় তাদের জন্য কিছু শর্ট বল রাখা যায়।’

টেস্টের পর ওয়ানডেতেও হারাতে বদ্ধ পরিকর দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে ডুমিনি বলেন, ‘ওয়ানডেতে বাংলাদেশ অভাবনীয় উন্নতি করেছে। তবে টেস্টে সিরিজে হারের পর বাংলাদেশের আত্মবিশ্বাস অনেক নিচে নেমে গেছে। বাংলাদেশকে হারানোর এটা বড় সুযোগ।’

এমআর/আরআইপি

আরও পড়ুন