ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইনি জটিলতায় বিসিবির নির্বাচন কমিশন

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১২:০২ পিএম, ০৯ অক্টোবর ২০১৭

নানা ঝামেলা পার হয়ে মাত্র কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এজিএম-ইজিএম। সেই এজিএমেই সংশোধিত গঠন্তন্ত্র অনুমোদন করা হয়। এরপরই কার্যনির্বাহী কমিটির সবায় ক্রীড়া সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেন বিসিবি। তবে ক্রীড়া সচিবের প্রধান নির্বাচন কমিশনার হতে আইন্তি জটিলতা রয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নির্বাচন কমিশন নিয়ে জরুরি বোর্ড মিটিংয়ে বসার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমরা ক্রীড়া সচিবকে চেয়েছিলাম। তার প্রধান নির্বাচন কমিশনার হতে কিছু আইনি জটিলতা রয়েছে। ফলে আমরা এখন চেষ্টা করবো এই জটিলতাগুলো দ্রুত শেষ করা যায় কি না। আর তা নাহলে অন্য কোন সিদ্ধান্তও নিতে হবে।’

কবে নাগাদ নির্বাচন হতে পারে? এমন প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, ‘এটা এখন বলা খুব কঠিন। তবে আমার ধারণা, ওখানে (গঠনতন্ত্রে) যে টাইমলাইন দেয়া আছে, তাতে করে এই মাসের শেষ থেকে শুরু করে সামনের মাসের ৮/১০ তারিখের মধ্যে হয়ে যাওয়ার কথা। নভেম্বরের প্রথম ১৫ দিনের মধ্যে নির্বাচন শেষ হয়ে যাওয়য়ার কথা। তবে নির্বাচন কমিশনই এটা ভাল বলতে পারবে।’

উল্লেখ্য গত ২ অক্টোবর বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সর্বসম্মতভাবে পাস হওয়া ‘বিসিবি গঠনতন্ত্র (সংশোধিত-২০১৭)’ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদনের পরেই নির্বাচনমুখী হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

এমএএন/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন