ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ম্যানেজমেন্ট নয়, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মুশফিকেরই : পাপন

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১১:০৮ এএম, ০৯ অক্টোবর ২০১৭

ব্লুমফন্টেইন টেস্ট মাত্র আড়াই দিনে শেষ। বাংলাদেশ ইনিংস ও ২৫৪ রানে হেরে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে। এখন চলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চুলচেরা বিশ্লেষণ। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে মুশফিকুর রহীমের ম্যানেজমেন্টকে নিয়ে করা মন্তব্যের বিষয়টি। মুশফিক বলেছিলেন, টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত তার একার নয়, ছিল ম্যানেজমেন্টের। তার এমন মন্তব্যের জবাব দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি উল্টো মুশফিকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন।

আজ (সোমবার) তেজগাঁওয়ে ওষুধ শিল্প সমিতির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মুশফিকের মন্তব্যের বিপরীতে পাপন বলেন, ‘আপনাদের (সাংবাদিক) কাছে আমার একটা প্রশ্ন, লাস্ট টেস্টে টস জিতে ও যে ফিল্ডিং নিল সেটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এই একটা জিনিস ও প্রমাণ করুক। আমার কথা হলো সিদ্ধান্ত কে দিল, কি দিল এটা তো সহজ ইস্যু। এমন তো বিষয় না যে রাখ-ঢাকের কিছু আছে। এটা কার সিদ্ধান্ত?'

তবে ম্যানেজমেন্টও একটা সিদ্ধান্তও দেয়। সে সিদ্ধান্তটা কেমন হতে পারে, সে বিষয়টাও জানান বিসিবি বিগ বস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা প্ল্যান দেয় ম্যানেজমেন্ট। এখন তারা প্ল্যানও যদি না দেয়, তাহলে প্ল্যানটা করবে কে? তাহলে আর ওদের (কোচিং স্টাফ) রেখে লাভ কি আমার? ওই কোচিং স্টাফদেরই বা কি কাজ? যদি আমাকে একটা টিমের বিরুদ্ধে খেলার কোন প্ল্যানই না দিতে পারে খেলার আগে! তবে ও (মুশফিক) কিন্তু বলেছে জেতাটা (টস) ভুল ছিল, ও কিন্তু বলেনি এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।’

ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েও যে বিতর্কের জন্ম দিয়েছেন মুশফিক, সে বিষয়েও কথা বলেছেন পাপন। মুশফিকের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ম্যানেজমেন্ট বা অন্য কারও ছিল না বলেই তিনি জানান। মুশফিক নিজের সিদ্ধান্তেই ফিল্ডিং করেছে বলে মন্তব্য করেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘আমি যতদূর জানি, কেউ তাকে বলেনি যে, সে বাজে ফিল্ডার। কেউ তাকে বলেনি সে গিয়ে ওই দূরে ফিল্ডিং করুক। পৃথিবীর যে কোনো দলে বলা হবে, মিডঅফ আর মিডঅনে সবচেয়ে ভালো ফিল্ডার রাখা হয়। এমন কোনো কোচ আছে যে বলবে, মিডঅফ আর মিডঅনে ভালো ফিল্ডার না রেখে, দুর্বল ফিল্ডার রাখ। এটার মানে কি এটা দাঁড়ায় যে, সে বাজে ফিল্ডার? তাকে দূরে থাকতে হবে। এ সিদ্ধান্তটা সম্পূর্ণ নিজের।’

এমএএন/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন