ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঢাকার ৬১ রানের লিড

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৮ অক্টোবর ২০১৭

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল বিভাগের চেয়ে ৬১ রানে এগিয়ে ঢাকা। তাদের হাতে আছে ৭টি উইকেট।

বরিশালের হয়ে তৃতীয় দিন সকালে ব্যাট করতে আসেন আগের দিন অপরাজিত থাকা মো. নুরুজ্জামান (৫১) ও শামসুল ইসলাম (৬)। নুরুজ্জামান ৬৮ রান করে ফিরে গেলেও শেষ পর্যন্ত ৫৬ রান নিয়ে অপরাজিত ছিল শামসুল ইসলাম।

এই দুই অর্ধশতকে ভর করেই বরিশাল ২৯৯ রানের ইনিংস দাঁড় করায়। ঢাকার হয়ে শুভাগত হোম ৪টি উইকেট নেন। মো. শরিফ ও মোশারফ হোসেন দুটি করে ও নাজমুল এবং তাইবুর একটি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত খুলনার ওপেনার মজিদকে ফেরান সালমান। তবে খুলনা তিন উইকেটে ১১০ রান নিয়ে দিন শেষ করে। উইকেটে আছেন রকিবুল হাসান (৩৯) ও শুভাগত হোম (৫)। এই দুই ব্যাটসম্যান শেষ দিন সকালে ব্যাটিংয়ে নামবেন।

বরিশালের পক্ষে সালমান, মনির ও সোহাগ গাজী একটি করে উইকেট পেয়েছেন।

এমএএন/এমএমআর/জেআইএম

আরও পড়ুন