খুলনার বিপক্ষে রংপুরের ইনিংস ঘোষণা
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ৯৯ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করেছে রংপুর। খুলনা বিভাগ তাদের প্রথম ইনিংসে ২১৮ রানে অলআউট হয়ে যায়।
জবাবে রংপুর বিভাগ তাদের প্রথম ইনিংসে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে জাহিদ জাভেদের সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলে ইনিংস ঘোষণা করে।
৯৯ রানে পিছিয়ে থেকে খুলনা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। রংপুর বিভাগের প্রথম ইনিংস থেকে এখনও তারা ৭৭ রানে পিছিয়ে রয়েছে। ক্রিজে আছেন রবিউল ইসলাম রবি (৭) ও মেহেদী হাসান (১৪)। তারা দুজন শেষ দিনে ব্যাট করতে নামবেন।
সকালে রংপুর বিভাগ ব্যাট করতে নেমে জাহিদ জাভেদের ১১৫ ও ধীমান ঘোষের ৬৯ রানে ভর করে ৩১৯ রান সংগ্রহ করে। এই দু'জন ছাড়াও ব্যাট হাতে সাইমন আহমেদ ৩২ ও মাহমুদুল হাসান ২৫ রান করেন।
বল হাতে খুলনার অলরাউন্ডার জিয়াউর রহমান ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক ও মেহেদী হাসান। ১টি উইকেট নেন নাহিদুল ইসলাম।
লিগের প্রথম দেখায় ড্র করেছিল খুলনা ও রংপুর বিভাগ। দ্বিতীয় দেখাতেও এই ম্যাচে ড্রয়ের মঞ্চ তৈরি হয়ে গিয়েছে।
এমএএন/এমএমআর/আইআই