ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশি ব্যাটসম্যানদের আত্মাহুতি চলছেই

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৭ অক্টোবর ২০১৭

ব্লুমফন্টেইন টেস্টে বাংলাদেশের বোলিংয়ের পর ব্যাটিং দুর্দশাও কাটছে না। ব্যাটসম্যানরা যেন আত্মাহুতির মিছিলে নেমেছেন। দক্ষিণ আফ্রিকার পাহাড় সমান রান তাড়া করতে নেমে ৬৫ রান তুলতেই টপ অর্ডারের ৬ ব্যাটসম্যানকে হারিয়ে বসেছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারিদের সংগ্রহ ৬ উইকেটে ৬৬ রান।

বাংলাদেশ ইনিংসের শুরু থেকেই আতঙ্ক ছড়িয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসাররা। যে উইকেটে প্রোটিয়া ব্যাটসম্যানদের আউটই করা যাচ্ছিল না, সে উইকেটে ৪৯ রান তুলতেই বাংলাদেশের টপ অর্ডারের চার ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। এই চার ব্যাটসম্যানের কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। এই চার ব্যাটসম্যান হলেন সৌম্য সরকার (৯), মমিনুল হক (৪), মুশফিকুর রহিম (৭) ও মাহমুদুল্লাহ রিয়াদ (৪)।

তবে উইকেটের একটা প্রান্ত আগলে রেখেছিলেন ইমরুল কায়েস। তার উপর ভরসা করে ছিলেন টাইগার ভক্ত-সমর্থকরা। শেষ পর্যন্ত আশা জাগিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন এই ওপেনারও। ২৬ রান করে কাগিসো রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

এরপর শুন্য রানে রাবাদার তৃতীয় শিকার হয়েছেন সাব্বির রহমান। তাতে বাংলাদেশ দলের বিশেষজ্ঞদের ব্যাটসম্যানদের কোটাও শেষ হয়েছে। ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন তাইজুল ইসলাম। ১৪ রান নিয়ে ব্যাট করছেন লিটন দাস।

এর আগে প্রথম ইনিংসে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা, যা বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্টে সর্বোচ্চ দ্বিতীয় ইনিংস আর ঘরের মাঠে সর্বোচ্চ ইনিংস। বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ইনিংসটি ২০০৮ সালে চট্টগ্রামের মাটিতে ৫৮৩ রানের।

৫৭৩ রান তুলতে দক্ষিণ আফ্রিকা হারায় মাত্র ৪টি উইকেট। তবে সেঞ্চুরির দেখা পেয়েছেন চার প্রোটিয়া ব্যাটসম্যান। তারা হলেন ডিন এলগার (১১৩), এইডেন মার্করাম (১৪৩), হাশিম আমলা (১৩২), ফাফ দু প্লেসিস (১৩৫)। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন শুভাশীষ রায় আর একটি উইকেট পেয়েছেন রুবেল হোসেন।

এমএএন/এমএমআর/জেআইএম

আরও পড়ুন