ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিপিএলে নিজেদেরই সেরা বলছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৫ অক্টোবর ২০১৭

ঢাকা ডায়নামাইটসকে গত আসরে করেছেন চ্যাম্পিয়ন। এবারও বিপিএলের অন্যতম শক্তিশালী দল সাকিব আল হাসান অ্যান্ড কোং। আজ ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে টিম জার্সি এবং লোগো উন্মোচন অনুষ্ঠানে এবারও নিজেদের শক্তিশালী দল বলে দাবি করলেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান

জার্সি এবং লোগো উন্মোচন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সাকিব আল হাসান এবারে নিজেদের পরিকল্পনার কথা জানাতে গিয়ে বলেন, ‘চেষ্টা থাকবে গত বছর যেভাবে পারফর্ম করেছি মাঠে, সেভাবে যেন পারফর্ম করতে পারি। ফলাফলটা যেন ছিনিয়ে আনতে পারি। আর মাঠে টার্গেট থাকবে ভয়-ডরহীন ক্রিকেট খেলা। পজিটিভ ক্রিকেট খেলা। একইসাথে টিম সাপোর্টিভ ক্রিকেট খেলা। আমার কাছে মনে হয়, এবার ঢাকা বেস্ট ফ্র্যাঞ্চাইজি, এই টুর্নামেন্টে যতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে তাদের মধ্যে। ওভাবেই আসলে আমরা আমাদের পারফরম্যান্সটা শো করতে চাই।’

ঢাকা ডায়নামাইটসের বিদেশি ক্রিকেটারের রিক্রুট নিয়েও সন্তুষ্ট সাকিব। তিনি মনে করেন, যা হয়েছে এর চেয়ে ভালো কিছু করা সম্ভব ছিল না। ম্যানেজমেন্টকেও এ জন্য ধন্যবাদ জানান তিনি। সাকিব বলেন, ‘না, বিদেশি ক্রিকেটারের কোনো কমতি নেই। আমার মনে হয় সুজন (ম্যানেজার) ভাই, শায়ান (ফ্রাঞ্চাইজি মালিক) ভাই সবাই অনেক হার্ড ওয়ার্ক করেছেন বলেই এমন একটা টিম তৈরি করা সম্ভব হয়েছে। আমার কাছে মনে হয় না যে, এর চেয়ে ভালো বিদেশি ক্রিকেটার রিক্রুমেন্ট করানো সম্ভব ছিল। আমরা সেরা দলটাই পেয়েছি, এখন মূল কাজ হল মাঠে পারফর্ম করা।’

আইএইচএস/জেআইএম

আরও পড়ুন