ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

র‌্যাংকিংয়ে উন্নতি মুমিনুল-মাহমুদউল্লাহর

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৩ অক্টোবর ২০১৭

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রম টেস্টটা ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ব্যর্থতার টেস্টে কিছুটা প্রাপ্তিও আছে টাইগারদের। দল হারলেও ব্যক্তিগত র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে প্রথম ইনিংসের দুই হাফসেঞ্চুরিয়ান মুমিনুল হক আর মাহমুদউল্লাহ রিয়াদের।

পচেফস্ট্রম টেস্টে যে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারেনি তার পেছনে কৃতিত্ব মুমিনুল হক আর মাহমুদউল্লাহর। বাংলাদেশের প্রথম ইনিংসে মুমিনুল ৭৭ এবং মাহমুদউল্লাহ করেন ৬৬ রান। মুমিনুলের ইনিংসটি তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যে কোনো ব্যাটসম্যানেরই সর্বোচ্চ ইনিংস।

মঙ্গলবার প্রকাশিত আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে এই পারফম্যান্সের পুরস্কার পেয়েছেন টাইগার দলের এই দুই ব্যাটসম্যান। ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ৩৭তম অবস্থানে উঠে এসেছেন মুমিনুল। মাহমুদউল্লাহ এগিয়েছেন দুই ধাপ। বর্তমানে তিনি আছেন ৫২ নম্বরে।

এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে না খেললেও টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাইজুল ইসলামের। একধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠেছেন বাঁহাতি এই স্পিনার।

টেস্টের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেটের তিন ফরমেটেই তিনি শীর্ষে।

এমএমআর/আইআই

আরও পড়ুন