ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাবেরের চিঠির জবাব দেন না পাপন

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০১ অক্টোবর ২০১৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী বিভিন্ন সময় বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনকে চিঠি পাঠিয়েছেন। কিন্তু কখনও পাপন সে সব চিঠির জবাব দেননি বলে অভিযোগ করেছেন সাবের হোসেন।

বিভিন্ন সময়ে পাপনকে চিঠি দেয়া প্রসঙ্গে সাবের হোসেন আজ সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন সময়ে আমি বর্তমান ক্রিকেট বোর্ডের যে সম্মানিত সভাপতি আছেন, তাকে চিঠি দিয়েছি। চিঠির মাধ্যমে বিভিন্ন বিষয় আমি তাকে জানিয়েছি। আর সে গুলো ছিল একান্তই ব্যক্তিগত। আমি ওগুলা কখনওই মিডিয়ার কাছে প্রকাশ করি নাই। এ গুলা নিয়ে মিডিয়াতে কোন আলোচনাও করি নাই। আমি চেয়েছিলাম, ঐ আলোচনাটা ব্যক্তিগতই থাকুক। প্রাক্তন সভাপতি , বর্তমান সভাপতিকে ওনার মতামত জানাতেই পারে। আর উনি ওনার সাজেশনও জানাতে পারেন।’

আইসিসিতে ‘তিন মোড়ল’ বিষয়ে যখন ভোটাভুটি হয় তখনও সাবের হোসেন চিঠি লিখে পাপনকে ভোট দিতে নিষেধ করেছিলেন বলেও জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে আমি উদাহরণ গুলো দিচ্ছি, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীনিবাসনের প্রস্তাবটি সমর্থন করলো, ভারত-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করবে, তখন আমি বিসিবি সভাপতিকে চিঠি দিয়ে জোরালোভাবে আপত্তি জানিয়েছিলাম। বলেছিলাম, বাংলাদেশ যদি সমর্থন করে তবে, শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হবে।’

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে প্রতিবাদের ভাষা হিসেবে ৯২ রান দেয়া বোলারের ব্যাপারে স্বাধীন কমিশন গঠনের ব্যাপারেও চিঠি দিয়েছিলেন সাবের হোসেন। তিনি বলেন, ‘তারপর কয়েকদিন আগে আমি ওনাকে (পাপনকে) আরও একটি চিঠি দিয়েছিলাম, একজন বোলার যখন প্রতিবাদের ভাষা হিসেবে ৯২ রান দিলো। তখন তাকে বলেছিলাম, আপনারা একটা স্বাধীন কমিশন গঠন করুন।’

ইজিএম না হওয়া নিয়েও পাপনকে চিঠি দিয়েছিলেন সাবের হোসেন। সে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘তারপর তাকে আরেকটা চিঠি দিয়ে বলেছিলাম, দেখেন কেন ইজিএম হচ্ছে না। এটা প্রতিবছরই করা দরকার। এছাড়া আরও বলেছি, এমন শোনা যায় একটা বা দুইটা প্রতিষ্ঠান অনেক লাভ করছে বা ক্লাবের কাউন্সিলর তারা কিনে নিয়েছে। তাহলে নির্বাচন একটা প্রহসন হবে। এ ধরনের কোন চিঠি আমিও আপনাদের দেই নাই আর বিসিবি থেকেও দেয়া হয় নাই।’

পাপনের কাছে সাবের হোসেনের লেখা সর্বশেষ চিঠিটি যায় গত ১৫ই সেপ্টেম্বর। যে চিঠিতে সাবের হোসেন কাউন্সিলর না হওয়ার কথা বলেন এবং কেন হবেন না, সে ব্যাখ্যাও দেন। এই চিঠিটিরও কোনো প্রত্যুত্তর পাপনের কাছ থেকে পাননি সাবের হোসেন।

এমএএন/আইএইচএস/আইআই

আরও পড়ুন