ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাপনের অভিযোগের জবাব দিতে সংবাদ সম্মেলন করেননি সাবের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০১ অক্টোবর ২০১৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির কার্যক্রম কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে গত ২৬ তারিখ। এই রুল জারির পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাবেক প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরির দিকে ক্রিকেট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ আনেন। বিসিবি প্রেসিডেন্টের অভিযোগের পর থেকে মুখে অনেকটা কুলুপ এঁটেই বসে ছিলেন সাবের হোসেন চৌধুরি। তবে আজ (রোববার) হোটেল সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে করেন বিসিবির সাবেক সভাপতি।

সাবের হোসেনের প্রেস কনফারেন্সের সময় ঠিক হওয়ার পর থেকেই ক্রিকেট পাড়ায় চলছিল নানান গুঞ্জন। এটা পাপনের বক্তব্যের পাল্টা জবাব দেয়ার জন্য প্রেস কনফারেন্স কি না? কী নিয়ে সাবের হোসেন চৌধুরী কথা বলবেন?

তবে ‘বাংলাদেশ ক্রিকেট প্রশাসন কোন পথে?’ এই ব্যানারে সংবাদ সম্মেলনের শুরুতেই সব কিছুর অবসান ঘটিয়ে সাংবাদিকদের স্পষ্ট করে তিনি বলে দিলেন, এটা কোন পাল্ট প্রেস কনফারেন্স নয়।

প্রেস কনফারেন্সটি কোন প্রতিবাদ বা ব্যক্তিগত আক্রমণ না বলেও সাংবাদিকদের জানিয়ে দেন সাবের হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মূল আলোচোনায় যাওয়ার আগে, কয়েকটা কথা বলি । যা আজকের অনুষ্ঠানটাকে আরও গোছালো করবে। প্রথম যে বিষয়টা আমি বলতে চাই সেটা হল, এটা কোন পাল্ট প্রেস কনফারেন্স নয়। এটা কোন প্রতিবাদও না। এটা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য কোন প্রেস কনফারেন্স নয়।’

সাংবাদিকদের তিনি অনুরোধ করেন, এমন প্রশ্ন না করা হয়, যাতে তাকে উত্তর দিতে নোংরামির আশ্রয় নিতে হয়। তিনি এসব প্রশ্নের জবাব না দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আনেকেই আমার কাছে জানতে চেয়েছিল, আমি আমার কোন বক্তব্য দিবো কি না? আমি মিডিয়ায় অনেক কিছু দেখেছি তবে আমি আজ সেদিকে যাচ্ছি না। আপনাদেরকেও অনুরোধ করবো যাতে আপনারা এমন প্রশ্ন করবেন, যাতে আমাকে ঐ জায়গায় যেতে হয়। সেখান থেকে আপনারা একটু দুরে থাকবেন। কারণ আমি কখনওই ... কথাটা একটু শক্ত হয়ে যায়। তবুও বলছি, কেউ যদি নোংরামির আশ্রয় নিতে চায়, সেটার শ্রেষ্ঠ জবাব হচ্ছে সেগুলোর কোন জবাব না দেয়া।’

আলোচনার বিষয়টিকে পরিষ্কার করতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সাথে আমার যে সম্পর্ক। তাতে আমি দুটো বিষয় সব সময় গুরুত্ব দিয়ে থাকি। এক. আমাদের মাঠের পারফরম্যান্স আর অন্যটা হচ্ছে, মাঠের বাইরের যে ব্যবস্থাপনা আর পরিচালনা। আর আমি সবসময় মনে করি যে দুটোই গুরুত্বপূর্ণ। আমাকে যদি মাঠের পারফরম্যান্সটা ধরে রাখতে হয়, তবে অবশ্যই শক্তিশালী প্রশাসন দরকার। যে কারণে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, প্রশাসন। এটা কিন্তু আমাদের ক্রিকেটের পারফরম্যান্স নয়, এটা হচ্ছে আমাদের প্রশাসন। যেটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ।’

সংবাদ সম্মেলনে তিনি মূলতঃ বারবার বলার চেষ্টা করেছেন গঠণতন্ত্র অনুযায়ী এই কমিটি অবৈধ ফলে তাদের কর্মকান্ডও অবৈধ।

এমএএন/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন