ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

১ হাজার রান করতে পারে দক্ষিণ আফ্রিকা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৬ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭

পচেফস্ট্রম টেস্টে টস জিতে ফিল্ডিং নেয়ার এক সিদ্ধান্তই বোধ হয় মনোবল যা ছিল তার পুরোটা ভেঙে দিয়েছে বাংলাদেশের। প্রথম দিন শেষে মাত্র ১টি উইকেট হারিয়ে ২৯৮ রান করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প বলা কঠিন। দিনভর বল কুড়াতে কুড়াতে ক্লান্ত টাইগারদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাব্বির রহমান তো শুনালেন আরও হতাশা আর শংকার কথা!
টেস্টের প্রথম দিনই বলতে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অভিষিক্ত এইডেন মার্করাম নাভার্স নাইনটিজে (৯৭) এসে রানআউটে কাটা পড়লেও সেঞ্চুরি তুলে নিয়েছেন তার অপর ওপেনিং সঙ্গী ডিন এলগার (অপরাজিত ১২৮ রান)। ৬৮ রান নিয়ে ব্যাট করছেন প্রোটিয়া দলের আরেক ব্যাটিং স্তম্ভ হাশিম আমলা।

পরিস্থিতি যেমন, তাতে বাংলাদেশের হয়ে আশার বাণী শুনাতে পারছেন না সাব্বির। দক্ষিণ আফ্রিকাকে কত রানে আটকে রাখার চিন্তা করছে বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে মারকুটে এই ব্যাটসম্যান বলেছেন, 'যদি তারা তিনদিন ব্যাটিং করে, জানি না কত রান করবে। তারা ৭০০ রান করতে পারে, আবার এক হাজারও করতে পারে। আমরা কোনো লক্ষ্য ঠিক করিনি। আমরা তাদের যতটা কম রানে পারি, আটকে রাখতে চেষ্টা করব।'

বাংলাদেশের বোলারদের উপর কিছুটা বিরক্তও মনে হলো সাব্বিরকে। এভাবে বল করতে থাকলে পাঁচদিনেও অলআউট করা যাবে না প্রোটিয়াদের, বলছেন তিনি, 'তারা তিনদিন ব্যাট করতে পারে। আমরা ভালো বোলিং না করলে এমনকি পাঁচদিনও ব্যাট করতে পারে। আমাদের সঠিক জায়গায় বল করতে হবে, তাদের আটকে রাখতে হবে এবং উইকেট নিতে হবে।'

এমএমআর/আরআইপি

আরও পড়ুন