কোনো সমঝোতায় যাবে না বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির কার্যক্রম কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ রুল জারির পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) ধানমন্ডির বেক্সিমকো নিজের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, 'যাই হোক না কেন কারো সাথে কোন বোঝাপড়া বা সমঝোতায় যাবে না বিসিবি। বিসিবি তার মতই চলবে।'
২ অক্টোবরই এজিএম হবে বলে পাপন বলেন, ' আদালতের নির্দেশ মেনেই ২ অক্টোবর বিসিবির এজিএম এবং ইজিএম করবো আমরা।'
কাউন্সিলরা যে সিদ্ধান্ত দেবেন সেভাবেই গঠনতন্ত্র সংশোধন বা পরিবর্তন করা হবে বলেও সাংবাদিকদের বলেন বিসিবি বিগ বস।
এর আগে দুপুরে বিসিবির বার্ষিক সাধারণ সভার (এজিএম) বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি শেষে মঙ্গলবার বেলা ১১টার দিকে রুল জারি করা হয়। তবে এই আদেশের ফলে বিসিবির এজিএম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাদীর আইনজীবী।
এমএএন/আইএইচএস/এমএস