ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শচীনের পরই পৃথ্বী!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭

অভিষেক ম্যাচেই ১৩৭ রান। ২১৩ বলে ১৬ চার আর ১ ছক্কায় ইনিংসটি সাজিয়ে দিনের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। দুর্দান্ত এ ইনিংস খেলা ব্যাটসম্যানের নাম পৃথ্বী শাহ। বয়স মাত্র ১৭ বছর ৩২১ দিন।

নিজের অভিষেক ম্যাচেই এমন দুর্দান্ত ইনিংস খেলে পৃথ্বী শাহ স্পর্শ করেছেন লিটল মাস্টার খ্যাত স্বদেশী শচীন টেন্ডুলকারের একটি রেকর্ড। দিলিপ ট্রফিতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ১৭ বছর ৩২০ দিনে দিলিপ ট্রফিতে তিন অংক স্পর্শ করেন পৃথ্বী। ভারতের প্রাক্তন ক্রিকেটার ১৭ বছর ২৬২ দিনে (পৃথ্বীর ৫৮ দিন আগে) দিলিপ ট্রফিতে সেঞ্চুরি করেন।

sachin

মুম্বাইয়ের এ ক্রিকেটার রানের ফুলঝুড়ি ছুটিয়েই যাচ্ছেন। ১৭ বছর বয়সে রঞ্জি ট্রফিতেও অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পৃথ্বী শাহ। ১৮ বছরের আগেই রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি ও দিলিপ ট্রফিতে সেঞ্চুরি হাঁকান টেন্ডুলকার। পৃথ্বী সে পথেই হাটছেন। বয়স ১৮ হওয়ার পরই তার ইরানি কাপে খেলার সুযোগ মিলবে।

মুম্বাইয়ে স্কুল ক্রিকেটে ৩৩০ বলে ৫৪৬ রানের ইনিংস খেলে সবার নজরে আসেন পৃথ্বী শাহ। যেকোনো ক্রিকেটে এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর। ইনিংসে ৮৫টি বাউন্ডারি ও ৫টি ছক্কা মেরেছিলেন পৃথ্বী।

এমএএন/আরএস/জেআইএম

আরও পড়ুন