ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অর্ধশতকে সন্তুষ্ট নন মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

বেনোনিতে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতির ম্যাচের প্রথম দিনটা বলতে গেলে বাংলাদেশের। দিনটিকে বাংলাদেশের করতে অন্যতম অবদান রেখেছেন দলের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ। মুমিনুল করেছেন ৬৮ রান। ফলে দিন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এই টপঅর্ডার ব্যাটসম্যান।

অর্ধশতক পেলেও শতকের আফসোসটা তার রয়ে গেছে। আফসোসের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি পুরাতন বলে খেলছি। নতুন বলটাই খেলতে পারলে সন্তুষ্ট হতে পারতাম।’

দলের অন্য ব্যাটসম্যানদেরও প্রশংসা করেন মুমিনুল। তিনি বলেন, ‘ওভারঅল আমাদের সব ব্যাটসম্যান এই কন্ডিশনে ভালো ব্যাটিং করেছে। অ্যাডজাস্ট করতে পারছে আল্লাহর রহমতে।’

শর্ট বল চ্যালেঞ্জ হবে কি না? এই প্রশ্নের জবাবে এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘আপনি যদি মনে করেন শর্ট বল চ্যালেঞ্জ হবে তবে চ্যালেঞ্জ। মনে না করলে চ্যালেঞ্জ না। আর কন্ডিশনের ওপর সব নির্ভর করবে। আমার ওমন কিছু মনে হয়নি।’

দলের সবাই শর্ট বল খেলার জন্য যথেষ্ট সামর্থবান দাবি করে তিনি বলেন, ‘আর আমার কাছে মনে হয়, আমার দলের সবাই এটা খেলার সামর্থ্য রাখে। অনেকেউ সুন্দর শর্ট বল খেলতে পারে।’

দ্বিতীয় দিনের লক্ষ্য জানতে চাইলে- স্বভাবসুলভ মুচকি হেসে মুমিনুল বলেন, ‘দ্বিতীয় দিনের লক্ষ্য স্বাগতিকদের তাড়াতাড়ি অলআউট করে ব্যাটিং করব আমরা।’

এমএএন/বিএ