দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন মুশফিক-মোস্তাফিজরা
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন মুশফিক বাহিনী। দু’ভাগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়ে আজ তারা জোহানেসবার্গ পৌঁছান। বিমানবন্দরে এসময় তাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ পরিষদ নামের স্থানীয় একটি সংগঠন।
সফরের শুরুতে ২১ সেপ্টেম্বর একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পচেফস্ট্রমে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ৬ অক্টোবর। ১৫, ১৮ ও ২২ অক্টোবর ওয়ানডে ম্যাচগুলো হবে যথাক্রমে কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডনে।
প্রথম টি-টোয়েন্টি খেলতে ২৬ অক্টোবর ব্লুমফন্টেইনে ফিরবে বাংলাদেশ। ২৯ অক্টোবর পচেফস্ট্রমে দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ করবে টাইগাররা।
এই দলের সঙ্গে নেই তামিম ইকবাল খান। ড্যাশিং ওপেনার পাকিস্তান থেকে দেশে ফিরে পরে যোগ দেবেন দলের সঙ্গে। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাসহ ওয়ানডে দলের বাকি সদস্যরা দেশ ছাড়বেন অক্টোবরের প্রথম স্বপ্তাহে।
এমএএন/এমআর/জেআইএম