ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পছন্দের ক্রিকেটারদের পেয়ে খুশি রংপুরের সাফওয়ান সোবহান

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭

বিপিএলের প্রথম তিন আসরের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তিনি। শুধু তাই নয়, চার আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়কের নাম মাশরাফি বিন মর্তুজা।

প্রথম দুইবার ঢাকা গ্ল্যাডিয়েটর্স আর পরেরবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির সুযোগ্য নেতৃত্বেই। শুধু গতবার কুমিল্লাকে সাফল্যের সিঁড়িতে শীর্ষে তোলা সম্ভব হয়নি।

উল্টো ফ্র্যাঞ্চাইজিদের সাথে মনোমালিন্য, খেলার দিন টিম হোটেল ছেড়ে বাসায় চলে আসা- আবার মাঠে মাঠে ফেরা। সব মিলিয়ে মাঠের বাইরের ঘটনায়ই বেশি আলোচনায় ছিলেন মাশরাফি।

এবার তিক্ততা না বাড়িয়ে পুরোন শিবির ছেড়ে নতুন ঠিকানায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। নড়াইল এক্সপ্রেসের এবারের দল রংপুর রাইডার্স। শুধু মাশরাফিকে নেয়া নয়, বিপিএলে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি হওয়া বসুন্ধরা গ্রæপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এন্ড কোং রংপুরকে কাগজে কলমে অন্যতম শক্তিশালী দল হিসেবে দাঁড় করাতে পেরে সন্তুষ্ট।

প্লেয়ার্স ড্রাফটের পর নিজ দল নিয়ে সন্তুষ্ট সাফওয়ান সোবহানের কথা, ‘আমরা যেমনটা চেয়েছিলাম তার ৯০ভাগ পেয়েছি। টিম ভালো হয়েছে। যাদের টার্গেট করেছিলাম তাদের বেশির ভাগকে পেয়েছি। আমরা যেমন আমরা হ্যাপি। দল সাজানোর কাজে আমাদের প্রত্যাশার ৯০ ভাগ পূর্ণ হয়েছে।’

ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী রংপুরের মালিক। তিনি বলেন, ‘যে দল দাঁড়িয়েছে, তা নিয়ে ৯০ ভাগ কনফিডেন্ট যে আমরা ভাল ফাইট দিতে পারবো। চ্যাম্পিয়ন হবো কি না! তা এখনই বলতে পারছি না। সেটাতো মাঠে বোঝা যাবে। তা মাঠের লড়াই শুরু হলে বোঝা যাবে।’

এআরবি/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন