ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তিন বছর পর সাদা পোশাকে মাঠে মাশরাফি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৯ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭

দীর্ঘ তিন বছর পর সাদা জার্সিতে মাঠে নামলেন মাশরাফি। শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে টস জিতে প্রথমে বল করছে মাশরাফির দল খুলনা। এখন পর্যন্ত ৬ ওভার বল করে ১ মেডেনসহ ১৬ রান দিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। তবে কোন উইকেট পাননি।

এর আগে ২০১৫ সালে একবার জাতীয় লিগ খেলতে চেয়েছিলেন মাশরাফি। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় সেবার আর খেলতে পারেননি দীর্ঘ পরিসরের ক্রিকেটে।

২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে পড়ার পর থেকেই বড় দৈর্ঘ্যের ক্রিকেটে অনিয়মিত মাশরাফি। গত আট বছরে মাত্র চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এর মধ্যে জাতীয় লিগে খেলেছেন তিনটি আর বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) একটি। মাশরাফি সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২০১৪ সালের ফেব্রুয়ারিতে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধু টেস্ট সিরিজ হওয়ায় ছিলেন না দলে। আর সামনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। তাই নিজেকে ঝালিয়ে নিতে সাদা পোশাকে মাঠে নেমেছেন মাশরাফি।

এমআর/এমএস

আরও পড়ুন