ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বেরোবিতে কর্মশালায় অংশ নিতে রংপুরে সাকিব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বেরোবি | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৭

দিনব্যাপী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্রিকেট কর্মশালায় অংশ নিতে রংপুরে পৌঁছেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে রংপুর জেলা স্কুল মাঠে হেলিকপ্টারযোগে অবতরণ করেন সাকিব আল হাসান। এ সময় সাকিবের সাথে ছিলেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

বুধবার ১০টায় রাজনীতিবীদ রাশেক রহমানের আমন্ত্রণে রংপুরে দু’দিনের সফরের অংশ হিসেবে বেরোবির খেলার মাঠে ক্রিকেট বিষয়ক কর্মশালায় অংশ নেবেন তিনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে ক্রিকেট কথনেও অংশ নেবেন বিশ্বসেরা এই ক্রিকেটার।

ক্রিকেট কথনে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

এ বিষয়ে বেরোবির উপাচার্য জাগো নিউজকে বলেন, ‘প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ে তথা রংপুরে বিশ্ব ক্রিকেট তারকা সাকিব আল হাসান আসছেন। আশা করি, এখন থেকে ক্যাম্পাসে নিয়মিত দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিরা আসবেন। শিক্ষার্থীদের এগিয়ে নিতে মোটিভেট করবেন।’

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসানের আগমন উপলক্ষে ক্রিকেটপ্রেমীদের মাঝে চরম আনন্দ-উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দফতর ও পুলিশ সূত্র জানায়, ক্যাম্পাসে সাকিব আল হাসানের আগমনে ঘিরে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সজীব হোসাইন/আইএইচএস/এমএস

আরও পড়ুন