ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাকিব তো একটা মানুষ: মুশফিক

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৭

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নৈপুণ্যে ঢাকা টেস্ট জয় অনেকটাই সহজ হয়েছিল বাংলাদেশের জন্য। ঢাকা টেস্টে নিয়েছিলেন ১০টি উইকেট। পাশাপাশি প্রথম ইনিংসে করেছিলেন একটি হাফ সেঞ্চুরিও। কিন্তু চট্টগ্রাম টেস্টে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। স্বভাবতই তাকে নিয়ে প্রশ্ন ওঠে ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে।

সাকিবকে নিয়ে প্রশ্ন উঠলে, তার জবাবও যৌক্তিকভাবে দেন দলপতি মুশফিকুর রহীম। মুশফিক বলেন, 'ও তো একটা মানুষ। প্রতি ম্যাচে তো আর তামিম, সাকিব বা আমাদের বিগ প্লেয়াররা খেলে দিতে পারবে না। আর সব সময় পারফরম করবে না। সাকিব হয়তো একটু আনলাকি ছিল, যেভাবে আউট হয়েছে দ্বিতীয় ইনিংসে। ও যদি ভালো করে তাহলে ওর জন্যও ভালো, দলের জন্যও ভালো। অবশ্যই এটা মিস করি। ও পারফরম না করলে কিন্তু অন্যদের সামনে সুযোগ থাকে। যেটা আমাদের অন্যদের সামনে ছিল, ওরা হয়তো মিস করেছে। '

বাংলাদেশ যে টেস্টেও শক্তিশালী হতে যাচ্ছে এটা একটা বড় বার্তা বলেই মনে করেন টেস্ট অধিনায়ক। তার মতে, 'একটা প্রতিপক্ষ যখন আপনাকে সমীহ করা শুরু করবে, তারা ভাববে যে বাংলাদেশ বিপজ্জনক দল এবং বাংলাদেশ হোম কন্ডিশনে শুধু ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে নয় টেস্টেও বড় শক্তি হতে যাচ্ছে আস্তে আস্তে। এটা বড় বার্তা। এটা বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা।'

নিজেদের আরও হার্ডওয়ার্ক করার কথাও বলেন তিনি। তিনি বলেন, 'আমরা আরও হার্ডওয়ার্ক করবো এবং এ অনুপ্রেরণা সবাই কাজে লাগাবে যাতে বিশ্ব ক্রিকেটের সবাই আমাদেরকে সম্মান দিবে। সাকিবও প্রথম টেস্টের পর এ কথা বলেছে। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি, আমাদেরকে এ অর্জন ধরে রাখতে হবে। এটা বড় দায়িত্ব আমরা সেটা ধরেও রাখতে পারবো।'

ফিল্ডিং মিসটাকেও খেলার অংশ হিসাবেই দেখছেন মুশফিক। তার মতে স্পেশালিষ্ট ফিল্ডার না থাকলেও, তৈরি করতে হবে। এ বিষয়ে তিনি বলেন, 'চিন্তা তো অবশ্যই। কিন্তু এটা তো পার্ট অব দ্য গেম। সেম সাইড। আপনি যখন চার-পাঁচটা করে মিস করবেন তাহলে এটা প্রত্যেক দলের জন্য মাইনাস সাইন। আমাদের দলে সেরকম স্পেশালিষ্ট স্লিপ ফিল্ডার নেই যেটা বিশ্ব ক্রিকেটের অন্যান্য দলের আছে তারা ওই কাজগুলো সব সময় করে থাকে। আমাদের দলে এরকম খুব কমই আছে স্পেশালিস্ট। আমরা চেষ্টা করছি আমাদের যারাই আছে তাদেরকে ইচ্ছে না থাকলেও ওই জায়গাটায় দাঁড় করিয়ে যেন তাদেরকে স্পেশালিস্ট বানানো যায়। '

তবে তুলনামূলক বেশি ক্যাচ মিস করার কথাও স্বীকার করলেন মুশফিক। এ বিষয়ে তিনি বলেন, ' আমাদের শুধু মিস করা দেখলেই হবে না। আমাদের কিছুই আউট স্ট্যানডিং ক্যাচও নিয়েছে। মিস হতেই পারে। কিন্তু সত্যি বলতে আমরা অন্যন্য দলের থেকে বেশি করে ফেলছি। অবশ্যই এটা একটা কনসার্ন। লোয়ার একটা দল যখন বড় দলের বিপক্ষে খেলবেন তাদেরকে যখন বেশি সুযোগ দিবেন তখন কিন্তু আপনি অনেক পিছিয়ে থাকবেন। চেষ্টা করা ছাড়া আসলে আমাদের কিছু করার নেই।' 

এমএএন/এমআর/আইআই

আরও পড়ুন