অস্ট্রেলিয়ার বাসে ঢিল : ঘটনার তদন্ত করবে বিসিবি
অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল ছোড়ার ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (মঙ্গলবার) দুপুরে এক বিবৃতিতে বিসিবি ঘটনার সত্যতা স্বীকার করেছে। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, 'অস্ট্রেলিয়ার টিম বাসের কাঁচ ভেঙে যাওয়ার ঘটনা বিসিবি পুরোপুরি অবগত ও সচেতন।
বিবৃতিতে আরও বলা হয়েছে 'আমরা (বিসিবি) বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং ঘটনার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে বিষয়টির সুষ্ঠু তদন্তের উদ্যোগ ও নিয়েছি।
উল্লেখ্য, বিসিবির তাৎক্ষণিকভাবে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিয়েছে, সে মতে টিম হোটেল থেকে স্টেডিয়ামে আসা যাওয়ার পথে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
এদিকে গতকালের ওই ঘটনার প্রেক্ষিতে আজ সকালেই চট্টগ্রামে ছুটে গেছেন বিসিবি সভাপতি পাপন। লাঞ্চের আগেই তাকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দেখা গেছে। বিসিবি বিগ বসের সঙ্গে কয়েকজন পরিচালক ঢাকা থেকে চট্টগ্রাম এসেছেন।
এআরবি/এমআর/পিআর