তবুও বাংলাদেশকে হুমকি ইয়ান চ্যাপেলের!
এই বাংলাদেশকে এখন খাটো করে না দেখে না কোনো দলই। দলটা যদি হয় অস্ট্রেলিয়া, তবে ভিন্ন কথা। বিশ্ব ক্রিকেটের পরাশক্তিদের কাছ থেকে প্রতিপক্ষ সমীহ পায় খুব কমই। বাংলাদেশের কাছে সিরিজের প্রথম টেস্টে হারের পর এখন চাইলেও হয়তো গলা উঁচু করে কথা বলতে পারবেন না স্টিভেন স্মিথরা।
তবে তাদের পূর্বসূরী ইয়ান চ্যাপেল ঠিকই পরোক্ষ একটা হুমকি দিয়ে রেখেছেন টাইগারদের। অস্ট্রেলিয়ার হারের কারণ অনুসন্ধান করতে গিয়ে ‘ক্রিকইনফো’তে লেখা এক কলামে মুশফিকুর রহীমের দলকে দ্বিতীয় টেস্টে সতর্ক হয়ে মাঠে নামার পরামর্শ দিয়েছেন অজিদের সাবেক এই অধিনায়ক।
মিরপুরে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া কেন হারলো? সেই ব্যর্থতারই কাটা ছেঁড়া করেছেন ইয়ান চ্যাপেল। তার চোখে, সিরিজ শুরুর আগে বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্ব কিংবা এশিয়ায় অস্ট্রেলিয়ার স্পিন খেলতে না পারার ‘পুরাতন’ রোগ এই হারের বড় কারণ নয়। বরং প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অনেকটা সময় দূরে থাকাকাকেই দায়ী করেছেন অজিদের সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার। বৃষ্টির কারণে সেই ম্যাচটি খেলা সম্ভব হয়নি। এর আগে বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব চলার সময় দক্ষিণ আফ্রিকা সফরেও যেতে পারেনি অস্ট্রেলিয়ার ‘এ’ দল। যে দলে ছিলেন জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়। ম্যাচ প্র্যাকটিসের এই ঘাটতি নেটে কখনোই পূরণ করা সম্ভব নয়, মনে করছেন ইয়ান চ্যাপেল, ‘বিশ্বের কোনো নেটই একটি টেস্ট সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি পূরণ করত পারে না। আপনি নেটে রানও করতে পারবেন না, উইকেটও নিতে পারবেন না।’
ঘেঁটে ঘেঁটে এই সমস্যাগুলো বের করলেও বাংলাদেশের অর্জনকে অবশ্য খাটো করছেন না ইয়ান চ্যাপেল। ‘বাংলাদেশের অর্জনকে কোনো ভাবেই অবমূল্যায়ন করা উচিত হবে না। বড় দলগুলোর বিপক্ষে তাদের অর্জন বলে দিচ্ছে উচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা তৈরি হয়েছে।’
তবে আর দশজন অস্ট্রেলিয়ানের মত ব্যাকফুটে থেকেও প্রতিপক্ষকে হুমকিবার্তা দিতে ভুল করেননি তিনি, ‘বাংলাদেশের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আহত অস্ট্রেলিয়ান দল কিন্তু ভয়ংকর। অবশ্যই পরেরটায় তারা আরও অনেক ভালো খেলবে, যদিও হারা ম্যাচটা গোনার বাইরে চলে যাবে না।’
এমআর/এমএস