তাইজুলকে উইকেট নেয়ার মন্ত্র দিয়েছিলেন সাকিব
ঢাকা টেস্টের দুই ইনিংসে ১০ উইকেট পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আলা হাসান। তার দুর্ধর্ষ বোলিংয়েই মূলত কুপোকাত অসি ব্যাটিং লাইন-আপ। এক কথায়, ১১ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট জয়ে সবচেয় বড় অবদান সাকিবের।
সাকিব নিজে উইকেট নিলেও বারবার দেখা যাচ্ছিল মিরাজ-তাইজুলকে বোলিংয়ের সময় টিপস দিচ্ছিলেন। টিপসগুলো কাজেও লাগিয়েছেন এই দুই স্পিনারও।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব সাংবাদিকদের জানিয়েছেন, তাইজুলকে তিনি কী মন্ত্র দিয়েছিলেন। যার ফলে বদলে যায় তাইজুলের বোলিং পজিশন। সে প্রসঙ্গে সাকিব বলেন, ‘যেহেতু আমি এক সাইড থেকে পুরো দিন বোলিং করেছি আমি উইকেট একটু বেশি রিড করতে পারছিলাম। কিংবা ব্যাটসম্যানের দুর্বলতা আর শক্তির জায়গাটাও বুঝতে পেরেছিলাম বেশি। আমি এগুলো ওর সাথে শেয়ার করছিলাম। আমি বলছিলাম, এটা হলে বেটার হবে, ওটা হলে বেটার হবে। ও আমার কথা শুনেছে, সেভাবে করার চেষ্টা করেছে।’
নিজের পঞ্চাশতম শতককে আলাদা করে দেখছেন না এই বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি মনে করেন, ‘অবশ্য আলাদা একটা অনুভূতি, দলের কিছু করতে পারা। আমার কাছে যদিও এগুলো কিছুই মনে হয় নাই কখনোই। এরকম একটা অকেশনে ভালো কিছু করতে পারলে অবশ্যই ভালো লাগবে।’
সাকিবের আগ্রাসী ব্যাটিং ও দ্বিতীয় ইনিংসে আউট হওয়া নিয়ে সাকিব বলেন, ‘অবশ্যই গুরুত্বপূর্ণ। আবার আমি জানি, কাল আমি ওভাবে আউট হওয়ার পর কেউ না কেউ এটা নিয়ে এখানে প্রশ্ন করেছে। এরকম পরিস্থিতিতে এটা কঠিন। আমি চাই, সবার যেন এই সাহস থাকে। দলের জন্য ইতিবাচক মনোভাব থাকলে দলের জন্য ভালো হবে। সব সময় হয়তো এটাতে কাজে দেবে না, কিন্তু বেশির ভাগ সময়ই সফল হব।’
এমএএন/এনইউ/এমএস