ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশের জয় : উচ্ছ্বাসিত বিশ্ব ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৩ পিএম, ৩০ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। সাকিব আল হাসানের দারুণ অলরাউন্ড নৈপুণ্য, তামিম ইকবালের দারুণ ব্যাটিং এবং মিরাজ ও তাইজুলের দুর্দান্ত বোলিং- ২০ রানের অবিশ্বাস্য এক জয় উপহার দিল বাংলাদেশকে। যে অস্ট্রেলিয়াকে হারানো স্বপ্নেও কল্পনা করেনি কেউ, সেই অস্ট্রেলিয়াই আজ পরাজিত। দুই ম্যাচের সিরিজে তারা এখন ১-০ ব্যবধানে পিছিয়ে।

মিরপুর টেস্টে বাংলাদেশের এই জয়ে উচ্ছ্বাসিত যেন পুরো বিশ্ব ক্রিকেট। বাংলাদেশের উচ্ছ্বাসিত প্রশংসায় পঞ্চমুখ সবাই। শচীন টেন্ডুলকার থেকে শুরু করে বিরেন্দর শেবাগ, মাইকেল ক্লার্ক থেকে শুরু করে মাহেলা জয়াবর্ধনে- কে নেই এই তালিকায়।

ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার বাংলাদেশের জয়ের সঙ্গে সঙ্গেই টুইটারে বলেছেন, ‘দুটি আপসেট হল দুই দিনে। টাইগারদের অনুপ্রেরণাদায়ী পারফরমেন্স। টেস্ট ক্রিকেটের উন্নতি চলছেই।’

2 upsets in 2 days! Inspiring performance by @BCBtigers! Test cricket is thriving #BANvAUS
— sachin tendulkar (@sachin_rt) August 30, 2017

বাংলাদেশকে নিয়ে সব সময়ই বিদ্রুপ করতেন সাবেক ভারতীয় ওপেনার বিরেন্দর শেবাগ। তার সব সময়ই চেষ্টা থাকতো, কীভাবে বাংলাদেশকে খাটো করা যায়। তবে এবার অস্ট্রেলিয়াকে হারানোর পর সেই শেবাগের মুখ থেকেই বেরিয়ে এলো প্রশংসা বাক্য। টুইটারে তিনি লিখেছেন, ‘অসাধারণ বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারানো সত্যিই বিশেষ কিছু।’

Well done Bangladesh. Special effort to beat Australia. #BANvAUS
— Virender Sehwag (@virendersehwag) August 30, 2017

লঙ্কান গ্রেট, সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও উচ্ছসিত বাংলাদেশের জয়ে। তিনি বলেন, ‘দারুণ খেলেছে টাইগাররা। এটা ঐতিহাসিক এক জয়। দুর্দান্ত এক টেস্ট ম্যাচ।’

সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক তো যেন বেদনাতেই পুড়ছেন। তবে, তিনি বাংলাদেশকে কৃতিত্ব দিতে ভোলেননি। যদিও, তিনি ভাবতেই পারছেন না, এমন টুইটও তাকে জীবনে লিখতে হবে। মাইকেল ক্লাক টুইটারে লিখেন, ‘অভিনন্দন বাংলাদেশ। আমি কখেনো ভাবিনি এমন টুইট লিখতে হবে। তবে যাদের প্রশংসা প্রাপ্য তাদের তো প্রশংসা করতেই হয়।’

Congratulations Bangladesh, didn't think I would be writing this tweet but you need to give credit where credit is due. #testcricket
1:52 PM - Aug 30, 2017

নিউজিল্যান্ডের ক্রিকেটার জিমি নিশাম টুইটারে লেখেন, ‘দুই দিনে দুটি দুর্দান্ত টেস্ট ম্যাচ দেখলাম। এই দুটি টেস্টই দেখিয়ে দিয়েছে, এখনও ক্রিকেটে এটা এত উপরে কেন? অভিনন্দন বাংলাদেশ।’

বাংলাদেশের ভক্ত ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া লিখেছেন, ‘চারদিনে ৯৪২ রান। ৪০ উইকেট। জয়-পরাজয়ের ব্যবধান মাত্র ২০। টেস্ট ক্রিকেট তার সর্বোচ্চ শিখরে। খুব ভালো বাংলাদেশ। ইতিহাস রচিত হল।’

আইএইচএস/এমএস

আরও পড়ুন