ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তামিম বিশ্বসেরা ওপেনার, সাকিব জীবন্ত কিংবদন্তি : মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৯ এএম, ৩০ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে যখন উচ্ছ্বাসিত পুরো দেশ, তখন এর বাইরে থাকবেন সাবেক কিংবা বর্তমান কোনো ক্রিকেটার সেটা তো হতেই পারে না। সর্বনাশা ইনজুরি গ্রাস করে না নিলে মাশরাফি বিন মর্তুজা হয়তো এই টেস্টেও খেলতেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবুও তিনি সারাক্ষণই আছেন সতীর্থদের সঙ্গে। টেস্ট চলাকালীন হয়তো ড্রেসিং রুমে থাকতে পারেননি। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষে যে অনুশীলন চলেছে- সেখানে নিয়মিতই ছিলেন তিনি।

অস্ট্রেলিয়াকে যখন তার সতীর্থরা হারিয়ে ঐতিহাসিক এক আনন্দের উপলক্ষ এনে দিলেন, তখন মাশরাফিও চুপ করে থাকতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তিনি ঢেলে দিলেন মনের সব আবেগ আর অনুভূতি। সতীর্থদের উচ্ছ্বাসিত প্রশংসায় মেতে উঠলেন তিনি।

তামিম ইকবালকে মাশরাফি আখ্যা দিলেন, বিশ্বের সেরা ওপেনার হিসেবে। তাইজুলকে বললেন, সেরা বোলিং পার্টনার। মিরাজ তো রক। আর মুশফিকুর রহীম হয়তো বেটে-খাটো। কিন্তু নেতৃত্বে অনেক উঁচু। মাঠে অন্যদের সহযোগিতা ছিল দুর্দান্ত।

Mash-stat

এরপরই সাকিব আল হাসানের প্রশংসায় পঞ্চমুখ হলেন মাশরাফি। তিনি সাকিবকে আখ্যায়িত করলেন একজন জীবন্ত কিংবদন্তি হিসেবে। বললেন, সাকিব যখন লড়াই করে, তখন আর কেউ তার মতো পারে না। সাকিবের জন্মই হয়েছে শুধু ২২ গজের জন্য।

সবার শেষে মাশরাফি লিখলেন, জয় বাংলা এবং সবাইকে ঈদ মোবারক।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মাশরাফির দেয়া স্ট্যাটাসটি হুবহু এইরূপ, ‘Tamim Iqbal u brilliant maybe on off the best opener world have,Taizul great bowling mate,Miraz u rock,Mushfiqur Rahim had a little but effective captain innings others have supported very well on field,But on guy who Capet his all answer for this moment......
Shakib Al Hasan u r a living legend,when u fight no on can fight like u,mate u r born for 22 yards.
Joy Bangla & Eid Mubarak to all.’

আইএইচএস/পিআর

আরও পড়ুন