ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দেবে বিসিবি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৮ আগস্ট ২০১৭

ভয়াবহ বন্যার কারণে আগেই আগামী বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, এরই মধ্যে উত্তরাঞ্চলে গিয়ে বিসিবির পক্ষ থেকে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রি বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ আবারও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যার্তদের জন্য তারা আবারও এগিয়ে আসতে চায়। আগামী বিপিএল থেকে যে আয় হবে সেখান থেকে আরও দুই কোটি টাকা তারা ব্যায় করতে চায়। এই টাকা যেন যথাযথভাবে ব্যায় করা হয়, সে জন্য তা দেয়া হবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।

মিরপুরে চলমান বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে জরুরী বৈঠকে বসে বিসিবির কার্যনির্বাহী কমিটি। সেখানেই সিদ্ধান্ত নেয়া হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকার ব্যাপারে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করতে গিয়ে এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বিসিবির আগামী ইজিএম এবং এজিমের ব্যাপারেও। বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার ছিল। আগামী ৩০ সেপ্টেম্বর এজিএম ও ইজিএমের তারিখ নির্ধারন করা হয়েছে। সে অনুযায়ী যা যা করনীয় তার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে রয়েছেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম, ইসমাইল হায়দার মল্লিক, লোকমান হোসেন ভূঁইয়া এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এজিএম ও ইজিএম যেন ৩০ সেপ্টেম্বর সঠিকভাবে করতে পারি, সে জন্য যা যা করনীয় প্রয়োজন, এই কিমিটি তা তা করবে।’

বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ প্রসঙ্গে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান যেহেতু আমরা করছি না। কারণ ভয়াবহ বন্যা। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না করে সেখান থেকে আমরা একটা জায়গায় ত্রানের ব্যবস্থা করেছিলাম। সেখানে আমরা গিয়েছিলামও। আরও কয়েকটা জায়গায় যাওয়ার জন্য বলেছি ত্রান দেয়ার জন্য। সে জন্য আমরা বাজেটও অনুমোদন করেছি।’

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দেয়ার প্রসঙ্গে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘যেহেতু বিপিএলে বড় অঙ্কের একটা অর্থ খরচ হয়, ওখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দুই কোটি টাকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবো, বন্যায় যারা ক্ষতিগ্রস্থ তাদের সহায়তার জন্য। সরকার থেকে যে ব্যবস্থা নিচ্ছে পুনর্বাসন ও অন্যান্য বিষয়ে, সেগুলোতে আমরা ডোনেট করবো।’

এআরবি/আইএইচএস/আইআই

আরও পড়ুন