সাকিব প্রথম তামিম দ্বিতীয়
দুই বন্ধুর কি অদ্ভুত মিল! এক সঙ্গে টেস্ট ক্যারিয়ার শুরু না করেও পঞ্চাশ টেস্ট একই সঙ্গে খেলা, সেই পঞ্চাশ টেস্টে চাপের মুখে বড় জুটি গড়া এবং হাফ সেঞ্চুরিতে পা রাখা। পঞ্চাশ নম্বর টেস্টে বন্ধু তামিমকে পেছনে ফেলে লাঞ্চের পরপরই হাফ সেঞ্চুরি সাকিবের। এর অল্প কিছুক্ষণ পর বন্ধুর পাশাপাশি হাফ সেঞ্চুরি তুলে নিলেন তামিমও।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩৯ রান। সাকিব ৬৪ আর তামিম ৬০ রান নিয়ে ব্যাট করছেন।
পঞ্চাশ নম্বর টেস্ট ম্যাচে একই ইনিংসে দুই বন্ধুর হাফ সেঞ্চুরি শুধু দলকেই বিপর্যয় মুক্ত করেনি, পরিসংখ্যানের খাতাকেও করেছে সমৃদ্ধ। সাকিব-তামিমের আগে যে তিনজন ব্যাটসম্যান পঞ্চাশ বা তার বেশি টেস্ট খেলেছেন সেই হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহীম কারোই ভালো কাটেনি। প্রথম ৫০ নম্বর টেস্ট খেলা হাবিবুল বাশার দুই ইনিংসে করেন ১১ ও ২, আশরাফুল করেন ১২ ও ৩ আর মুশফিকুর রহীম ৪ এবং ৯ রান করে সাজঘরে ফেরেন।
এআরবি/এমআর/এমএস