ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

একাদশে নাসির, নেই মুমিনুল-লিটন-তাসকিন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৬ আগস্ট ২০১৭

উইকেট নিয়ে খানিক সংশয় ও দ্বিধায় ভুগলেও ভিতরে ভিতরে বাংলাদেশ তাদের একাদশ চূড়ান্ত করে ফেলেছে। যতদুর জানা গেছে শেষ পর্যন্ত তিন স্পিনার নিয়েই মাঠে নামবে মুশফিক বাহিনী। যাকে নিয়ে সবার আগ্রহ , সেই মুমিনুল নেই ১১ জনে। মুমিনুল একা নন। ১১ জনের বাইরে আছেন আরও দুজন। লিটন দাস ও তাসকিন আহমেদ।

তার মানে নাসির খেলছেন। অধিনায়ক মুশফিক কিপিং করবেন। আর পেস বোলার হিসেবে কাটার মাস্টার মোস্তাফিজের সঙ্গী প্র্যাকটিস ম্যাচে ভাল করা শফিউল।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে জানিয়েছেন, বৃষ্টির কারণে একাদশ সাজাতে গিয়েও বারবার ভেবেছি আমরা। এক সময় তিন পেসার খেলানোর চিন্তাও ছিল। শেষ পর্যন্ত অবশ্য তিন নয় দুই পেসার খেলানো হবে। সাকিব, মিরাজ ও তাইজুল- এই তিন স্পিনারই খেলবেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহীম (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

এআরবি/আইএইচএস

আরও পড়ুন