ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মিরাজ-সাকিবদের স্পিন মোকাবেলায় অসিদের অভিনব অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৩ আগস্ট ২০১৭

মিরপুর একাডেমি মাঠে অস্ট্রেলিয়ার ব্যাটিং অনুশীলনের সময় একটা ব্যাপার দেখে সবাই অবাক। গ্লাভস হাতে কিংবা হেলমেট মাথায় দিয়ে ব্যাটিং অনুশীলন করলেও পায়ে কোনো প্যাড নেই। অসিদের অভিনব এই অনুশীলন দেখে সবাই অবাক। হঠাৎ তারা এভাবে অনুশীলন করছে কেন? সেই উত্তর জানালেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। তিনি জানালেন, বাংলাদেশের স্পিন সামলাতেই এই বিশেষ অনুশীলন করছে তারা।

এই সিরিজ ঘিরে সবচেয়ে বেশি যে কথাটি শোনা যাচ্ছে তা হচ্ছে স্পিন নির্ভর উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজে বাংলাদেশে স্পিন নির্ভর উইকেট তৈরি করে ভাল ফল পেয়েছিল। এবারও তেমন উইকেট তৈরি করার সম্ভাবনা বেশি। আবার দলেও নেয়া হয়েছে তিন স্পিনার। সুতরাং, অস্ট্রেলিয়া ক্রিকেট দল ভুগছে বাংলাদেশের স্পিন আতঙ্কে। সেই আতঙ্ক দূর করতে তারা যেন কোমর বেঁধেই এবার মাঠে নেমেছে। সে সুরই যেন আজ ফুটে উঠলো অসিদের ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের কন্ঠে।

আজ (বুধবার) বিসবির প্রেস কনফারেন্স রুমে বসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ম্যাক্সওয়েল বাংলাদেশের স্পিন সামলানোর জন্য তাদের বিশেষ ব্যাটিং অনুশীলন নিয়ে কথা বলেন।

স্পিন খেলার জন্য বেশি করে ব্যাট ব্যবহার শেখানোর জন্যই প্যাড ছাড়া অনুশীলনের কথা জানান তিনি। ম্যাক্সওয়েল বলেন, 'সম্ভবত ২০১২ সালেও আমরা এরকম অনুশীলন করেছিলাম, যখন জেএল (জাস্টিন ল্যাঙ্গার) ছিল ব্যাটিং কোচ। দুবাইয়ের নেটে এরকম অনুশীলন করেছিলাম আমরা। এই অনুশীলনের মূল উদ্দেশ্য হলো ব্যাটকে বেশি ব্যবহার করা। সামনের পা যদি উন্মুক্ত থাকে, তার মানে পা বাঁচাতে হলেও খেলার সময় সামনে পা সরিয়ে ব্যাট ব্যবহার করতে হবে।’

নিজেদের আত্মরক্ষার কৌশলকে শক্তিশালি করার জন্যই এই পদ্ধতি, যাতে বিশ্বাস জন্মে যে প্যাড নয় ব্যাটই বাঁচাবে তাকে, ম্যাক্সওয়েল বলেন, ‘ব্যাপারটি হলো, নিজের ডিফেন্সকে আরও শক্ত করা। নিজের ওপর এই বিশ্বাস রাখা যে প্যাড আমাকে বাঁচাবে না, ব্যাটেই খেলতে হবে।’

বাংলাদেশের বোলাররা ‘স্ট্যাম্প টু স্ট্যাম্প’ নিয়মিত বল করে। অসিদের কাছে এটাই সবচেয়ে বড় ভয়। এটাকে মোকাবেলা করার লক্ষ্যেই এ ধরনের অনুশীলন করছেন বলে জানান তিনি, ‘এই অনুশীলন আসলে এমন দলের জন্য যারা নিয়মিত স্ট্যাম্প বরাবর বোলিং করে। বাংলাদেশের এটি বেশ ভালো করে। ওরা স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিং করে এবং ব্যাটসম্যানের ডিফেন্সকে চ্যালেঞ্জ করে। এই জায়গা নিয়ে তাই আমাদের কাজ করতে হচ্ছে।’

অস্ট্রেলিয়া এই বিধ্বংসী ব্যাটসম্যান মনে করেন, বাংলাদেশের স্পিনারদের শক্তির জায়গাটা মাথায় রেখেই এই অনুশীলন হচ্ছে দলে।

এমএএন/আইএইচএস/এমএস

আরও পড়ুন