নাথান লিওনকে খেলতে প্রস্তুত বাংলাদেশ
বাংলাদেশের মাটিতে স্লো এবং লো উইকেটে অস্ট্রেলিয়ার সেরা অস্ত্র কোনটি? প্রশ্ন শুনেই যে কেউ উত্তরটা দিয়ে দেবেন- কেন, নাথান লিওন! বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় অস্ত্র তাদের ডানহাতি এই অফ স্পিনার। সেই লিওনকে মোকাবেলার জন্য নাকি পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এমনটাই জানালেন, বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইমরুল কায়েস।
আজ (মঙ্গলবার) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইমরুলের চোখে নাথান লিওনকে অন্যতম সেরা স্পিনার। তিনি বলেন, ‘আমার মনে হয়, লিওন বিশ্বের অন্যতম সেরা স্পিনার। আমরা তাকে খেলতে প্রস্তুত। শুধু আমি নই, দলের সবাই প্রস্তুত। উপমহাদেশের উইকেট সব সময়ই স্পিন সহায়ক হয়। আমরা এটা জানি এবং তাকে খেলতেও প্রস্তুত। ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো খেলেছি। আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষেও আমরা ভালো কিছু পারবো।’
অজি পেসারদেরকেও আলাদাভাবে দেখছেন না এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাত-আট বছর হয়ে গেলো। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষেও খেলেছি। তাদেরও সেরা পেস অ্যাটাক থাকে। তাদের বিপক্ষে যেহেতু খেলতে পেরেছি, আমার মনে হয় সামনে আর সমস্যা হবে না। তাদেরকে যেহেতু খেলতে পেরেছি, এদেরকেও পারবো।’
যে কোনো বোলারকে মোকাবেলার জন্য নেটে সব ধরনের বোলিংয়ের সামনে ব্যাটিং প্র্যাকটিস করানো হচ্ছে বলেও জানান তিনি। এ সময় ইমরুল কাযেস বলেন, ‘নেটে তো সবাইকে খেলতে হয়। লেগ স্পিনার আছে। চায়নাম্যান বোলারও আছে। সব বোলারের বলই ফেস করতে হয়। তবে নেটে ব্যাট করা এক জিনিস। আর মাঠে নেমে ম্যাচ খেলা আরেক জিনিস। আমার মনে হয় টেস্ট ক্রিকেটে মানসিক প্রস্তুতিটাই বড়।’
টপ অর্ডারের চ্যালেঞ্জটা বেশি বলেই মানছেন ইমরুণল। এ বিষয়ে তিনি বলেন, ‘ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখার জন্য টপঅর্ডারের চ্যালেঞ্জ অনেক বেশি। প্রথম সেশনে যারা ব্যটিং করবে, তারা যদি নতুন বলটা খেলে দিতে পারে, তাহলে পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে যায়। আমি মনে করি এক থেকে চার পর্যন্ত খেলা ব্যাটসম্যানদের অনেক দায়িত্ব।’
সব শেষে ম্যাচ জেতার ব্যাপারে প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। ইমরুল বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটটা ভালো খেলছি। অবশ্যই চাইবো ম্যাচ জেতার জন্য। আগেও আমরা এটাই চেয়েছি। এখনো চাই ম্যাচ জিততে।’
এমএএন/আইএইচএস/এমএস