ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পিসিবির ইউটার্ন : সিপিএল-কাউন্টি খেলতে পারবে ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:১৪ এএম, ২২ আগস্ট ২০১৭

কিছুদিন আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এবং কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়া ১৩ ক্রিকেটারের অনাপত্তিপত্র (এনওসি) হঠাৎ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো বোর্ডটি। আবারও ক্রিকেটারদের সিপিএল ও কাউন্টিতে খেলার অনুমতি দিয়েছে পিসিবি।

এ নিয়ে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, 'আমরা যখন ঘরোয়া টুর্নামেন্টের সূচি ঠিক করি তখনও বিশ্ব একাদশের বিপক্ষে খেলা নিশ্চিত ছিল না। আগামী মাসের মাঝামাঝি সময়ে ঘরোয়া লিগ শুরুর কথা ছিল। কিন্তু ওই সময় দেশের নির্বাচন। এরপর দল আবার আরব আমিরাতে যাবে। ফলে আমরা ঘরোয়া লিগ নভেম্বরে মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আর এর ফলে আমাদের খেলোয়াড়রা যারা সিপিএল ও কাউন্টি খেলছে, তারা ওই টুর্নামেন্ট শেষ করে আসবে পারবে।'

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে আগামী মাসে বিশ্ব একাদশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য এর মধ্যে অনুমোদন দিয়েছে পাঞ্জাব প্রাদেশিক সরকার। পাকিস্তানে গিয়ে শ্রীলঙ্কার একটি টি-টুয়েন্টি খেলার কথা থাকলেও তা আরব আমিরাতে হবে বলে জানা গেছে। আর নভেম্বরে লাহোরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলার কথাও রয়েছে আলোচনায়।

এমআর/পিআর

আরও পড়ুন