ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘সিরিজ জেতাই আমাদের মূল লক্ষ্য’

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২১ আগস্ট ২০১৭

নিজেদের মাঠে দুর্বার অস্ট্রেলিয়া। উপমহাদেশে আসলেই নিজেদের হারিয়ে ফেলে অজিরা। সবশেষ ভারত ও শ্রীলঙ্কা সফরে সিরিজ হারের স্বাদ পেয়েছে দলটি। তবে বাংলাদেশ সফরে আর কোনো ভুল করতে রাজি নয় দলটি। দুই ম্যাচের টেস্ট সিরিজটি জিতেই দেশে ফিরতে চায় অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যান।

এনিয়ে অস্ট্রেলিয়া কোচ বলেন, ‘বাংলাদেশের কিছু ভালো ব্যাটসম্যান আছে। দেশের মাটিতে তাদের রেকর্ডও ভালো। ইংল্যান্ডের বিপক্ষেও তারা ভালো খেলেছে। তাদের টপ অর্ডার জানে কীভাবে বড় স্কোর করতে হয়। তাই আমাদের প্রথম লক্ষ্য থাকবে নতুন বলে কিছু করা। এছাড়া শেষ দিকে স্পিনাররা ভালো করবে। আমরা ভারতের বিপক্ষে সঠিক পথেই ছিলাম, এরপর শেষ পর্যন্ত হেরে যাই। এবার আমাদের প্রধান লক্ষ্যই দেশের বাইরে সিরিজ জয়।’

সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২৭ আগস্ট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। মাঠের উইকেট নিয়ে অজি কোচ আরও বলেন, ‘আমি এখনও মিরপুরের উইকেট দেখিনি। সাধারণত এখানকার উইকেট ভালো হয়। আউটফিল্ডও ভালো। আশা করছি ম্যাচের সময় আর বৃষ্টি হবে না। আমরা একটি উত্তেজনা পূর্ণ ম্যাচ উপহার দিতে পারব।’

উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজ শুরুর আগে আগামীকাল (মঙ্গলবার) থেকে ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে ফতুল্লার মাঠে গিয়ে দুর্গন্ধ আর পানি জমে থাকা দেখে না খেলার সিদ্ধান্ত নেয় দলটি।

এমআর/এমএস

আরও পড়ুন